শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

হোম ফুটবলে ফেরার ম্যাচে হামজা ম্যাজিকে বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারাল

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ৪ জুন, ২০২৫
হোম ফুটবলে ফেরার ম্যাচে হামজা ম্যাজিকে বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারাল

খেলাধুলা ডেস্কঃ

হোম ফুটবলে ফেরার ম্যাচে হামজা ম্যাজিকে বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারাল।
দীর্ঘ ৫৫ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরলো ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাই পর্বের ম্যাচের আগে ড্রেস রিহার্সেলের এই ম্যাচে সমর্থকদের উল্লাসে, শ্লোগানে মুখরিত হয় ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি।

ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলির ম্যাচে শুরুতেই উত্তাল গ্যালারির উন্মাদনা বাড়িয়ে দেন হামজা চৌধুরী। দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমে ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে গোল এনে দেন ইংল্যান্ড প্রবাসী এ ফুটবল তারকা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বাংলাদেশকে আবারো উৎসবের উপলক্ষ এনে দেন সোহেল রানা। গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। এই গর্জনেই গত সেপ্টেম্বরে থিম্পুতে ১-০ গোলে হারের প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার দল। আজ বাংলাদেশ ২-০ গোলে হারায় ভুটানকে।

গেল মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। দেশের মাটিতে প্রথম খেলতে নেমে ঝলক দেখাতে খুব বেশি সময় নেননি ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ষষ্ঠ মিনিটেই খুলেন ব্যক্তিগত গোলের খাতা। জামাল ভূঁইয়ার কর্নারে হামজার হেডের গোলে উত্তাল হয়ে ওঠে ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি। ইংল্যান্ডে জন্ম নেওয়া, লেস্টার সিটির হয়ে ৯১ ম্যাচে একমাত্র গোলের সেই স্মৃতি পেছনে ফেলে আজ যেন এক নতুন পরিচয়ে হাজির হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে মাত্র দ্বিতীয় ম্যাচ, আর তাতেই ইতিহাস লিখলেন হবিগঞ্জের ‘লোকাল বয়’! এর আগেই অবশ্য গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে প্রথম গোলের যোগানদাতা জামাল ম্যাচের তৃতীয় মিনিটে কাজেম শাহ কিরমানির আড়াআড়ি ক্রসে ঠিকঠাক সংযোগ করতে পারেননি। পরের মিনিটে কাজেমের কাটব্যাকে হামজার শট রক্ষণে হয় ব্লকড।

ম্যাচের ২১তম মিনিটে নিজেদের অর্ধে তালগোল পাকিয়ে বল হারান তারিক কাজী। বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে ওঠা ভুটানের কিংমা ওয়াংচুককে আটকাতে গিয়ে গড়বড় পাকিয়ে ফেলতে বসেছিলেন তপু বর্মণও। তবে এই অভিজ্ঞ ডিফেন্ডার দ্রুতই পরিস্থিতি সামাল দেন। সম্ভাব্য বিপদ এড়ায় বাংলাদেশ।

৩০তম মিনিটে বাম দিক দিয়ে দারুণ ক্ষিপ্রতায় আক্রমণে ওঠেন রাকিব হোসেন। তার পাস ধরে কিরমানি বাড়ান ফাহমিদুলকে। এই তরুণ ফরোয়ার্ডের শট বলের লাইনে থাকা গোলরক্ষক ফিস্ট করে ফেরান। এরপরই জামালের শট যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। ছয় মিনিট পর হামজার থ্রু পাস ধরে তাজ উদ্দিনের ক্রসে রাকিবের ফ্লিক ঠিকঠাক হয়নি। বল যায় জামালের পায়ে। ছোট বক্সের বাইরে থেকে অধিনায়কের শট ডিফেন্ডার এসি গাইয়েলতেসেনের গায়ে লেগে ব্লকড হয়। এর আগে প্রায় পাঁচ বছর পর ন্যাশনাল স্টেডিয়ামে ফুটবল ফেরার ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও তাজ উদ্দিনের। এই প্রথম হাভিয়ার কাবরেরার একাদশে সুযোগ পান কাজেম শাহ।

এই ম্যাচের মধ্যদিয়ে দেশের মাটিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিটা যুতসই করতে ভারত ম্যাচের একাদশে চারটি পরিবর্তন আনেন কাবরেরা। মজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন শাকিল আহাদ তপু ও শেখ মোরসালিনের জায়গায় এই ম্যাচে একাদশে সুযোগ পান সাদউদ্দিনের ভাই তাজউদ্দিন, ফাহমিদুল, জামাল ভূঁইয়া ও কাজেম শাহ। তবে দ্বিতীয়ার্ধেও শুরুতেই তিন পরিবর্তন করেন কাবরেরা। জামাল, কাজেম ও হামজাকে তুলে নিয়ে মো. হৃদয়, মোরসালিন ও ইব্রাহিমকে মাঠে নামান। ৪৮তম মিনিটে ডান দিক দিয়ে ফাহমিদুলের ক্রসে মোরসালিন ভুটানিজ গোলরক্ষকের গায়ে মারেন। পরের মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবারের গোলদাতা সোহেল রানা। ডানদিক থেকে রাকিবের ক্রস বক্সের মধ্য থেকে হেডে ক্লিয়ার করেন ভুটানের এক ডিফেন্ডার।

ফিরতি বলে প্রায় ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের শটে দারুণ এক গোল করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। পরের মিনিটে রাকিব সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তো বাংলাদেশের। ম্যাচের ৫৯ মিনিটে আরো দুই পরিবর্তন আনে বাংলাদেশ। প্রথমবারের মতো লাল সুবজের জার্সিতে মাঠে নামেন বাংলাদেশ পুলিশ এফসি’র হয়ে লীগে ১১ গোল করা আল আামিন। তাকে জাগয়া দিতে উঠে যেতে হয় রাকিব হোসেনকে। ফাহমিদুলকে উঠিয়ে সুযোগ দেওয়া হয় ফয়সাল আহমেদ ফাহিমকে।

ম্যাচের ৬২তম মিনিটে মোরসালিনের শট গোললাইন থেকে সেভ করেন তানজিন দর্জি। কাউন্টার অ্যাট্যাকে গোললাইন সেভ করেন মিতুল মারমা। এরপর কিছুটা ছন্দ হারায় বাংলাদেশ। মাঠে সোহেল তপুদের এলোমোলো ফুটবলের ফাঁকেই মাঠে ঢুকে পরে দুই দর্শক। একজন ডাগআউটে হামজা চৌধুরীর কাছেও চলে গিয়েছিলেন।


এই বিভাগের আরও খবর