রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলার আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর প্রথম সেমিস্টার পরীক্ষার
ফলাফল প্রকাশ, শিক্ষার্থীদের রেজাল্ট কার্ড বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে স্কুল চত্বরে আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর
পরিচালক মো. তৈয়বুর রহমান এর সভাপতিত্বে অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে স্কুলের শিশু শ্রেণী হতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের
প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে রেজাল্ট কার্ড বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওই স্কুলের সহকারি পরিচালক মোছা. রোকছেনা বেগম,
শিক্ষক মো. ফজলুল হক, মো. মিজানুর আলম মিজান, মো. আসাদুজ্জামান রাশেদ, মো.
রাজিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি
সঞ্চলনা করেন আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক শিপন আহমেদ।