সাংবাদিক মোহাম্মদ আলম:
সাংবাদিক ও মাই টিভির চ্যানেল জেনারেল মেনেজার মোহাম্মদ আলম বলেছেন, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন টেকনাফের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তিনি বলেন, এ ঘটনার ন্যায়বিচার তখনই সম্পন্ন হবে যখন এই মামলার প্রকৃত মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
সাংবাদিক মোহাম্মদ আলম আরও জানান, টেকনাফের সাধারণ জনগণও চান এবিএম মাসুদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি। কারণ এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটি ছিল দেশের সুশাসন ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।
টেকনাফবাসীর পক্ষে তিনি সরকারের কাছে আহ্বান জানান, যেন মামলাটির তদন্ত আরও গভীরভাবে পরিচালনা করে সব দায়ীদের বিচারের আওতায় আনা হয়।