শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

পিছিয়ে গেলেন শাকিব!

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গে নয়, নিজের দেশে পিছিয়ে গেল শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবি। কথা ছিল, ছবিটি আগামী শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ছবির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্স থেকে জানা গিয়েছিল তা। কিন্তু মুক্তির একদিন আগে আজ বুধবার জানা গেল অন্য কথা। পূর্বঘোষণা অনুযায়ী ছবিটি মুক্তি পাচ্ছে না ২০ জুলাই। এবার সিদ্ধান্ত হয়েছে, ২৭ জুলাই ছবিটি মুক্তি দেওয়া হবে।

শাকিব খানের ছবি মুক্তির তারিখ পিছিয়ে গেলেও একই দিনে মুক্তি পাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নায়ক জিৎ আর বাংলাদেশের মিম অভিনীত ছবি ‘সুলতান: দ্য সেভিয়ার’। ভারতের এই বাংলা ছবির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এন ইউ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া এখন যুক্তরাষ্ট্রে। তিনি বলেন, ‘বিশ্বকাপের পরই দেশের দর্শক যাতে “ভাইজান এলো রে” দেখে আনন্দে মেতে উঠতে পারেন, সেই চেষ্টা আগে থেকেই ছিল। সে হিসেবে ২০ জুলাই ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি ছিল আমাদের। সেভাবে প্রস্তুতি নেওয়া হয়। ছাড়পত্র আরও আগে পাওয়া গেলে প্রচার চালাতে সুবিধা হতো।’

এন ইউ ট্রেডার্সের পক্ষে পরিচালক অনন্য মামুন আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘ছবি মুক্তি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির একটা অনুমতির দরকার হয়। আমরা ছবিটি ২৭ জুলাই মুক্তি দেওয়ার জন্য অনুমতি পেয়েছি। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে শাকিব খানের ছবিটি মুক্তি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন নেতা। নাম প্রকাশ না করার শর্তে এই প্রযোজক ও পরিবেশক প্রথম আলোকে বলেন, ‘ভারতে একই দিনে মুক্তি পায় “ভাইজান এলো রে” ও “সুলতান: দ্য সেভিয়ার”। সেখানে ছবি দুটি লড়েছে বলিউডের ছবি “রেস থ্রি”র সঙ্গে। ব্যবসায়িক দিক থেকে কলকাতায় শাকিবের ছবিটি কিন্তু এগিয়ে ছিল। সেই ছবিটি নিয়ে বাংলাদেশের ছবিপ্রেমীদের আগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখেছি। ছবিটি যেহেতু ভারতে একই সময়ে মুক্তি পেয়েছে, বাংলাদেশেও একই সময়ে মুক্তি দেওয়া হলে ভালো হতো। ছবিটির ব্যাপারে বাংলাদেশের প্রেক্ষাগৃহের মালিকদেরও বেশ আগ্রহ রয়েছে।’

‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী, কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

গত সোমবার ‘ভাইজান এলো রে’ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। কলকাতায় মুক্তির পর বলিউডের শক্তিমান অভিনেতা আশীষ বিদ্যার্থী ছবিটি দেখে মন্তব্য করেন, ‘আমি আগেই শাকিবের সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি, সে একজন জাত অভিনেতা। এই ছবি দিয়ে সে তা আবার প্রমাণ করল।’ অন্যদিকে কলকাতার শক্তিমান অভিনেতা রঞ্জিত মল্লিক শাকিবের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশের নায়ক শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ। শুধু অভিনয় নয়, নাচ এবং ফাইটিংয়েও তার জুড়ি নেই। আমি তার “ভাইজান এলো রে” ছবি এবং আগামীর জন্য সাফল্য কামনা করছি।’


এই বিভাগের আরও খবর