বর্ষা বরণ – জাহাঙ্গীর চৌধুরী
বৃষ্টি এলো মিষ্টি জলে
গাছের পাতা দুলে।
উঠোনেতে বোটকা ওঠে
পিঠার মতো ফুলে।
খোকাখুকু মহানন্দে
ভিজে বৃষ্টির জলে।
সাথে আছে হাঁসের ছানা
দৌঁড়ে দলে দলে।
বৃষ্টি পড়ছে টিনের চালে
মিষ্টি মধুর সুরে।
ব্যাঙে করছে ঘ্যাঙর ঘ্যাঙর
নৃত্য করে ঘুরে।
বর্ষা দেখে কদম কেয়া
ফুটছে গাছে গাছে।
কেকা করতে বর্ষা বরণ
গাছের নিচে নাচে।
বনশ্রী হাউজিং,রামপুরা,ঢকা।