ঝিনাইদহ প্রতিনিধিঃ
টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু মোঃ আলিফকে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি সংঘবদ্ধ শিশু অপহরণকারী চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
ঘটনার সূত্রপাত গত ২৩ মে ২০২৫ ইং দুপুর আনুমানিক ১১ ঘটিকার সময় আলিফ তার চাচাতো ভাই হোসাইন (৬) এর সঙ্গে তার বাবার সেলুনে যায়। কিছুক্ষণ পর রুটি কেনার জন্য ২০ টাকা নিয়ে বাসার উদ্দেশে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ঐদিনই টঙ্গী পূর্ব থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করেন।
পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিশুটি বাসার কাছের দোকান থেকে রুটি কিনে ফেরার সময় এরশাদনগর ৪ নম্বর ব্লকের ফুলকলি স্কুলের সামনে একটি বোরকা পরিহিত নারী আলিফ ও হোসাইনকে মিষ্টির লোভ দেখিয়ে অটোরিকশায় তুলে নেয়। কিছু দূর যাওয়ার পর হোসাইনকে নামিয়ে দিয়ে বলে, “তুমি দাঁড়াও, সে মিষ্টি নিয়ে আসতেছে।” এরপর আলিফকে নিয়ে দ্রুত চলে যায়। এজাহারে উল্লেখ আছে, অপহরণকারীরা শিশুটিকে বসুমতি পরিবহনের একটি বাসে করে ঢাকার দিকে নিয়ে যায়।
পরবর্তীতে টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ বায়েজিদ নেওয়াজ, এএসআই মনিরুজ্জামন সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় সোর্স নিয়োগ করে এবং তথ্য প্রযুক্তি সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে প্রথমে মোঃ কালাম (২০) নামের এক আসামিকে গ্রেফতার করে।
তার জবানবন্দির ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার রাহাড়ী পাড়া গ্রাম থেকে অপহরণকারী চক্রের দুই মূল হোতা তাহমিনা ও আলামিনকে গ্রেফতার করে। একই সময় তাদের হেফাজত থেকে শিশু আলিফকে উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা শহরে ভাড়া বাসায় অবস্থান করে ছদ্মবেশে শিশু অপহরণ করে আসছিল। পরবর্তীতে এসব শিশুদের টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। এই চক্রের সদস্য সংখ্যা ছয় থেকে সাতজন বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, “শিশুটিকে শারীরিকভাবে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর অপরাধ দক্ষিণের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন টঙ্গী পূর্ব থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ সকল তথ্য প্রকাশ করেন।