শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকনঃ

দীর্ঘ আশা উদ্দীপনার পর  ২৫শে মে ২০২৫,রবিবার,বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৎসরের সেরা নৌবিহার ।আয়োজনে ছিলো শোটাইম মিউজিক এন্ড প্লে । পাওয়ার বাই গোল্ডেন এজ হোমকেয়ার এবং শাহ নেওয়াজ গ্রুপ ।শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

ফিতা কেটে উদ্বোধন করেন বহুল জনপ্রিয় ব‍্যাক্তি এম্পায়ার কেয়ার এজেন্সির সম্মানিত প্রেসিডেন্ট এবং সিইও নুরুল আজিম । এতে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান , নবনির্বাচিত আমেরিকা বাংলাদেশ ইন্টারন্যাশনাল লায়নস ক্লাবের সেকেন্ড ভাইস গভর্নর এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ গ্রুপের সভাপতি এবং সিইও শাহ নেওয়াজ ।শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

গ্রেন্ড স্পন্সর ছিলো নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার এর সিএফও জাহিদ আলম । আহবায়ক এবং মেম্বার সেক্রেটারি দায়িত্বে ছিলেন “কিম এন্ড এসোসিয়েটস ল’ফার্ম এর পরিচালক ইন্জিনিয়ার আবদুল খালেক এবং এডভোকেট রেডওয়ানা রাজ্জাক সেতু ।আকর্ষণীয় রাফেল ড্র স্পনসর করেন প্রথম পুরস্কার গোল্ড চেইন, ব্লুগ্রীন ইন্সুরেন্স এর ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান, ২য় পুরস্কার আইফোন, নাবিলা এয়ার ট্রাভেল এর প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ , ৩য় পুরস্কার স্মার্ট টিভি, নিউইয়র্ক এর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মামা’স গ্রুপের পরিচালক লিটু চৌধুরী ।শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়া এবং মিয়া মোহাম্মাদ দুলাল ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামিম রেজা,রাজী শাখাওয়াৎ হোসেন আজম,শাহ শহিদুল হক সাঈদ, কাজল মাহমুদ,সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান,আ-টিভি পরিচালক সাংবাদিক রিমন ইসলাম ,বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,তারেক ,আহসান হাবিব,কামরুল ইসলাম,খলিলুর রহমান,নূরে আলম জিকু,শিক্ষাবিদ নিরা কাদেরী,টনি খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

আগত অতিথিদের এবং অনুষ্ঠানের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংগঠনের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক খায়রুল ইসলাম খোকন,। বিশেষ ধন‍্যবাদ জ্ঞাপন করেছেন টিমের ইসতিয়াক রুমি, এমডি তুহিন, মোস্তাক আহম্মেদ, কাজল মাহমুদ, গোলাম মিয়া কুদ্দুস, শামিম সিদ্দিকী, হেলাল উদ্দিন, আমজাদ হোসেইন, হাবিবুল চৌধুরি, শামীম শরিফ সহ আরো অনেকে অত্যন্ত আন্তরিক ভাবে তাকে সহযোগিতা করেছেন । সর্বপরি এই অনুষ্ঠান বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন ফটো জার্নালিস্ট নিহার সিদ্দিকী ও তুষার পিক,সাংবাদিক নাজমুল আহসান,সাংবাদিক রিমন ইসলাম ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সহ সকল সাংবাদিকদের।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নন্দিত কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন , নাজু আকন্দ, শাহ মাহবুব,কামরুজ্জামান বকুল , শামীম সিদ্দিকী, রিয়া রহমান , রোজি আজাদ , সজিব , ডা কামরুল ইসলাম , মিতু মাহামুদকে লাটুসহ আরো অনেক ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শোটাইম মিউজিক এর সভাপতি খায়রুল ইসলাম খোকন ।এবং শোটাইম মিউজিকের সভাপতি খায়রুল ইসলাম খোকন তার পরবর্তী অনুষ্ঠান এর ঘোষণা করেন “এনআরবি এওয়ার্ড,রবিবার ,৭ই সেপ্টেম্বর ২০২৫ “ ।


এই বিভাগের আরও খবর