শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

বিসিবি সভাপতির পদ ছাড়ছেন ফারুক আহমেদ!

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
বিসিবি সভাপতির পদ ছাড়ছেন ফারুক আহমেদ!

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ পদে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বর্তমান সভাপতি ফারুক আহমেদ কি তাহলে স্বেচ্ছায় পদ ছাড়ছেন? নাকি তাকে সরে যেতে বলা হয়েছে—এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম বলছে, বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ধানমন্ডির বাসায় সাক্ষাৎ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ওই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা নাকি তাকে জানিয়ে দেন—বিসিবির নেতৃত্বে পরিবর্তন আনতে চায় সরকারপক্ষ।

তবে কেন এই সিদ্ধান্ত, সে ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাকি দেওয়া হয়নি ফারুককে। একই দৈনিককে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি।

এদিকে আইসিসির নীতিমালার কারণে সরাসরি সরকারি হস্তক্ষেপে বোর্ড পরিচালনায় পরিবর্তন আনা প্রায় অসম্ভব। বিসিবির সভাপতি নির্বাচিত পদ হওয়ায় ফারুককে সরাতে হলে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে—এমনটাই বলছেন বোর্ড সংশ্লিষ্টরা।
যদিও এনএসসি মনোনীত পরিচালক হিসেবে তার নিয়োগ বদলানো সম্ভব, কিন্তু নির্বাচিত সভাপতির পদ থেকে তাকে সরকার সরিয়ে দিতে পারবে কি না, তা নিয়ে রয়েছে আইনি জটিলতা।

সূত্র মতে ফারুক আহমেদ দুই দিনের সময় চেয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। তিনি যদি স্বেচ্ছায় সরে দাঁড়ান, তাহলে আইসিসির নিয়ম ভঙ্গের কোনো প্রশ্ন উঠবে না। পদত্যাগের সিদ্ধান্ত নিলে তা খুব দ্রুত কার্যকর হবে বলেও ধারণা করা হচ্ছে।

ক্রিকেটপাড়ায় জোড় গুঞ্জন, সাময়িকভাবে বিসিবির সভাপতির দায়িত্ব পেতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আগামী মাসে তার আইসিসি-সংক্রান্ত দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে। ফলে তাকে নিয়েই ভাবনা শুরু করেছে সরকার।

তবে বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, অন্তর্র্বতী কমিটি গঠন বা সরাসরি কাউকে সভাপতি নিয়োগের সুযোগ নেই। এসব কারণেই এখনো বিষয়টি পুরোপুরি অনিশ্চিত।

আরেকটি আলোচনায় বলা হচ্ছে, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমিনুলের নামও আলোচনায় রয়েছে। তবে তিনি নাকি বর্তমান প্রধান নির্বাহীর দ্বিগুণ বেতন, অর্থাৎ প্রায় ১২ লাখ টাকা দাবি করেছেন। বিষয়টি নিশ্চিত করা না গেলেও তার বেতন-সংক্রান্ত আলোচনা বিসিবির ভেতরে আলোচনার জন্ম দিয়েছে।

তবে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন না বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেতৃত্বের এই অস্থিরতা কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়। স্বেচ্ছায় পদত্যাগ না করলে পরিস্থিতি গড়াতে পারে জটিলতায়, যার প্রভাব পড়তে পারে দেশের ক্রিকেট কাঠামো ও আন্তর্জাতিক মর্যাদার ওপরও।


এই বিভাগের আরও খবর