মায়ের দেশ
সৈয়দ আহম্মেদ সাদি
যে মাটিতে মায়ের থাকা
বাবার বসবাস,
সে মাটিকে করব নাকো
হিংসায় সর্বনাশ।
যাব না কেউ ভ্রান্ত পথে
ঐক্য গড়ি সরল মতে
গরল দিয়ে করব না কেউ
এই মাটিকে চাষ।
দেখতে চাই না এই মাটিতে
রক্ত মাখা লাশ।
এসো ভাসাই সত্যের তরি
ন্যায় আদায়ে যুদ্ধ করি
দেশের জন্য মরতে রাজি
শেষ করে সব ত্রাস।
মায়ের দেশে দেখতে চাই না
ভিনদেশীদের দাস।