স্টাফ রিপোর্টার জামালপুরঃ
জনাব আসিফ খন্দকার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ( বাবেশিকফো ) -র কেন্দ্রীয় কমিটিতে যুগ্ন-কর্মচারী কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ।
তিনি বর্তমানে শেরপুর জেলা শ্রীবরদী কাকিলাকুড়া মালেকুননিসা হজরত আলী কলেজ এ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এ কর্মরত ।
গত ১০/০৫/২০২৫ এ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ( বাবেশিকফো )-র ত্রিবার্ষিক সম্মেলনে আগামী মেয়াদের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ন-কর্মচারী কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।যাহা ২৩/০৫/২৫ এ সাধারন সভায় অনুমোদিত হয়।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ( বাবেশিকফো )-র কেন্দ্রীয় কমিটি জনাব আসিফ খন্দকার কে আন্তরিক অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন ।