ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় কলেজ ছাত্র ইকবাল হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দাখিল ও খুনীদেন ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অপরোধ করেছে এলাকাবাসী। মঙ্গলবার ময়মনসিংহ- তারাকান্দা থানা ভবনের সামনে মানববন্ধন শেষে সড়ক অপরাধ করে রাখা হয়।
জানা গেছে, গতবছর এপ্রিল মাসে উপজেলার বানিয়ালা ইউনিয়নের মাঝীনয়ালি বাজারে হাফেজ সাদিকুর রহমানের ছেলে কলেজ ছাত্র ইকবালকে কুপিয়ে হত্যা করে। দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও অভিযোগপত্র দাখিল না করা ও মামলার বাদি ও সাক্ষীদের সঙ্গে পুলিশ খারাপ আচরণ করায় এ মানববন্ধন ও সড়ক অপরাধ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহতের বাবা-মাসহ হাফেজ সাদিকুর রহমান, বড় ভাই আনোয়ার হোসেন ও স্থানীয়রা। বক্তারা বলেন, হত্যার দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও আসামেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেনি পুলিশ।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, আমরা গতকাল মামলার ডাক্তারি রিপোর্ট পেয়েছি। আগামী এক মাসের মধ্যে চার্জশির্ট দাখিল করা হবে এ আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুরে নেয়।