ইচ্ছা
আমার যেতে ইচ্ছে করে
নদীর ওই পাড়ে
সবুজ বনের পাতার ফাকে
কাশবনের ধারে।
তুমি আমায় নিবে মাঝি?
তোমার নৌকায় করে।
তোমায় আমি দিব মাঝি
ষোলো আনা কড়ি
পার করে নিয়ে যাও
দিয়ে নদী পাড়ি।
আমার খুব ইচ্ছে করে,
নৌকা দিয়ে আমি
দেশ-দেশান্তর ঘুরি
ঘুরতে ঘুরতে যেনো দেখি
আকাশে উড়ে ঘুড়ি।
নৌকায় বসে আরো দেখি
সবুজ ঘাসের পাতার ফাঁকে
ফুটে আছে বাহারী নান
বুনো ফুল ও সাদা কাশবন,
যা দেখে চোখ জুড়াই
পথিকের দেহ ও প্রাণোমন।
আমার যেতে ইচ্ছে করে
দুর আকাশের পানে
বৈজ্ঞানিক হয়ে মহাকাশে
থাকব ধ্যানে-জ্ঞানে।
কলমে: তাসলিমা আক্তার
তারিখ:০৪/০৯/২০২৪