শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

অন্যদৃষ্টি সামাজিক মূল্যবোধের অবক্ষয়

রিপোর্টার নাম
পাবলিশ: সোমবার, ১ জুলাই, ২০২৪

অন্যদৃষ্টি

সামাজিক মূল্যবোধের অবক্ষয়
—————————
আজকাল পত্রিকা খুললেই দেখা যায় সামাজিক অপরাধে নৃশংসতার স্বীকার মানুষ । এটাকে বলা হয় সামাজিক মূল্যবোধের অবক্ষয় । সব জায়গায়ই হত্যা , সামাজিক অপরাধে নৃশংসতা ইত্যাদি বেড়েই চলছে । কিশোর গ্যাংগের অপরাধে দেশ ছেয়ে গেছে । ছাত্ররা ছাত্ররা খুনীখুনি , উর্ধতন প্রশাসনে ঘুষ কেলেংকারী , হাজার হাজার কোটি টাকা দেশ থাকে পাচার হয়ে যাচ্ছে । ব্যাংকের ঋণ খেলাপীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে । গরীব কৃষকরা ব্যাংক থেকে ঋণ নিলে না দিতে পারলে কোমরে দড়ি ঝোলে । আর বড় বড় ঋণ খেলাপীদের ঋণ মাফ করে দেওয়া হয় । এ যেন মগের মুলুক । এসব যেন নিত্য-নৈমত্তিক ব্যপার হয়ে দাড়িয়েছে এখন । BRT তে গেলে , পাসপোর্ট অফিসে গেলে দেখা যায় কি রকম অনৈতিক কাজ হচ্ছে সবার চোখের সামনে ।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দেখলাম , হোটেলে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা , ছুরি মেরে ও গলা কেটে দুই নারীকে খুন , রাজধানীর বাটারা থানা এলাকায় একটি ব্যাগ থাকে মোহাম্মদ আরিফুল ইসলাম নামে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । লাশের পাশে একটি চিরকুটে লিখা ছিল , আমার জীবনের শান্তি নস্ট করেছে এই রেপিস্ট , ব্লাকমেইলার । এই রেপিস্ট ,ব্লাকমেইলারকে মেরে শাস্তি নিলাম । আরিফুল জাপানে বিয়ে করে চুমকি নামের আরেক মেয়েকে । কানাডায় অবস্থান রত আরিফুলের আরেক স্ত্রী পারভীন আরিফুলকে পরিকল্পিত ভাবে দেশে এনে হত্যা করে প্রতিশোধ নিয়ে আবার ৩ দিন পরই কানাডায় চলে যায় ।
বগুড়ায় শাহজাহানপুরে আবাসিক হোটেলের কক্ষ থেকে মা ও এক বছর বয়সের ছেলের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুশিল ।কক্ষের ভিতর থেকে ভিকটিম আশামনিকে বিবস্ত্র অবস্থায় এবং ছেলে রাফির গলাকাটা লাশ উদ্ধার করা হয় । এ ব্যপারে জিজ্ঞাসাবাদের জন্য আশামনির স্বামী আজিজুলকে গ্রেফতার করেছে পুলিশ ।
ময়মনসিংহের সদর উপজেলার ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের মনতলা নামক স্থানে সুতিয়া নদীতে ভাসমান লাগেজ খুলতেই দেখা গেল মাথা বিচ্ছিন্ন করা ত্রিখন্ডিত একটি দেহ । পুলিশ জানায় ,পারিবারিক দ্বন্দের কারণে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিবিএ অধ্যাপক রত ছাত্র ওমর ফারুক সৌরভকে ( ২৭ ) হত্যা করা হয়েছে ।

পুলিসের হেফাজতে আফরোজা বেগম (৪০ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে যশোহরের অভয়নগরে । ওর ছেলে আরিফ হোসেন মুন্নার অভিযোগ – স্থানীয় একটি মহলের ইন্ধনে নিজেদের সাথে থাকা ইয়াবা টেবলেট দিয়ে পুলিশ ওর মাকে গ্রেফতার করে থানায় নিয়ে ঝুলিয়ে মারামারি করে । নির্যাতনের কথা পুলিশ অস্বীকার করে দাবী করে মাদকসহ আটক এই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে ।

আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও সামাজিক অবক্ষয় লক্ষ্য করা যায় । একটা মানুষের বাঁচতে কত টাকা লাগে ? কত জমি – জমা লাগে ? টাকার পাহাড় গড়েও ওদের মনে শান্তি নেই । সাবেক আইজি বেনুজীর কত সন্মানিত ব্যক্তি ছিলেন ! তিনি আয়বর্হিভুত কোটি কোটি টাকার মালিক হয়েছেন , শত শত বিঘার জমি হিন্দুদের কাছ থেকে জবরদখল করেছেন , গুলশান অভিজাত এলাকায় একদিনেই ৪ টি ফ্লাটের মালিক হয়েছেল , স্ত্রী-সন্তানদের নামে হাজার হাজার কোটি টাকা জমিয়েছেন এবং দেশ থেকে টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছেন । দুদকের আইনজীবী খোরশেদ আলম সাবেক আই জি পির অবৈধ সম্পদ উপার্জন দেখে অবাগ হয়েছেন ।

আমরা পাকিস্তান আমলে ২২ পরিবারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতাম । কারণ পশ্চিম-পাকিস্তানের সৃস্ট ২২ পরিবার পুরা পাকিস্তাননের অর্থ চুষে চুষে খাচ্ছে । আর দেশ স্বাধীন হওয়ার পর এ রকম ২২ লক্ষ পরিবার বাংলাদেশে সৃস্ট হয়েছে , যারা অবৈধ ভাবে অর্থ উপার্জন করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে । কানাডাতে বেগম পাড়া গড়ে তুলেছেন । আরে একটা মানুষের বাঁচতে কত অর্থ-ভৈবব লাগে ? কত সম্পদ লাগে ? মরে গেলে তো সেই সাড়ে তিন হাত জায়গাই পাবেন বেনজিরের মত সব মানুষই ।

আমাদের সামাজিক মূল্যবোধেরকত অবক্ষয় হলে আমরা এমন কাজ করতে পারি ? হোটেলে স্ত্রী-সন্তানকে গলা কেটে মারতে পারি ? পারিবারিক কারণে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় বিবিএ এর ছাত্রকে ত্রিখন্ডিত করে লাগেজে ভরে পানিতে ভাসিয়ে দিতে পারি ? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে , গরীব দুখী মানুষদের ভুখা রেখে বিদেশ গিয়ে শান্তিতে থাকতে পারি ? ওরা মানুষ নামের অমানুষ । ওদের সামাজিক মূল্যবোধ নেই ।

বড়দের সন্মান যারা করতে পারে না , গরীব মানুষদের যারা ভালবাসতে শিখেনি , দেশকে যারা ভালবাসতে শিখেনি , শিস্টাচার সততা , ন্যায়পরায়নতা , সহনশীলতা ,সহমর্মিতাবোধ , দানশীলতা এবং শ্রমের মূল্যবোধ যারা বুঝে না , তারা সমাজের রদ্রে রদ্রে সামাজিক অবক্ষয়ের মূল্যও বুঝে না । যে কোন সমাজের রীতিনিতি , মনোভাব এবং সমাজ স্বীকৃত আচার-আচরনের সমস্টিগত যোগফলই হলো সামাজিক মূল্যবোধ । এই সামাজিক মৃল্যবোধ আমাদের মধ্যে যতদিন ফিরে না আসবে ততদিনই শত শত বেনজীর সৃস্টি হবে , হোটেলে স্ত্রী-সন্তানকে গলা কেটে মারবে স্বামী , জাহাঙ্গীর নগর বিস্ববিদ্যালয়ের ছাত্রের লাশ ত্রিখন্ডিত করতে পারবে পারিবারিক দ্বন্দের কারণে । আজ সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এসব নানা রকম ঘটনার অবতারনা হচ্ছে । এর থেকে উত্তরণের পথ আমাদের খুজে বের করতেই হবে । নচেৎ সমাজে নিস্তার আসবেনা । শিক্ষিত হলেই হবেনা , শিক্ষার সাথে সামাজিক মূল্যবোধও শিখতে হবে , হতে হবে মানবিক মানুষ । এই সামাজিক মূল্যবোধ অবক্ষয় এর কারণে কোন ক্রমেই হাজার হাজার টাকা পাচার রোধ করা যাচ্ছে না । এর জন্য সরকারকে মূখ্য ভূমিকা পালন করতে হবে । সামাজিক অবক্ষয় রোধে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও আমূল পরিবর্তন এনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার দিকে নজর দিতে হবে । শিক্ষকদের আরও যত্নবান হয়ে সামাজিক অবক্ষয়ের মূল্যবোধ রোধে ছাত্র-ছাত্রীদের দিকে বিশেষ নজর রাখতে হবে । পাশাপাশি গার্ডিয়ানদের ওদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে , কার সাথে মিশছে , মোবাইল ফোনের সৎ ব্যবহার করতেছে কি না ইত্যাদি ইত্যাদি বিষয়ে সার্বক্ষনিক নজরদারী রাখতে হবে । তা’হলেই সমাজ থেকে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব । নচেৎ এভাবেই অনাদরে ,অবহেলায় , অসহনশীলতায় , সহমর্মিতাবোধের অভাবে , সুনরজদারীর অভাবে সমাজ পচে যাবে , জন্ম হবে আরও শত শত হাজার হাজার বেনজীরের, জেনারেল আজিজের, ছাগল কান্ডের মতিউরের ।
———-
রউফ মাওলা
ব্যবস্থাপনা সম্পাদক
দৈনিক আজকের আলোকিত সকাল


এই বিভাগের আরও খবর