বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Headline :
রংপুর সদরে আদালতের রায় অমান্য করে মসজিদের জমিতে ঘর নির্মাণের অভিযোগ ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: গাইবান্ধায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মো. নওয়াব আলী প্রধান দেবহাটায় এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে অমানুষিক নির্যাতন : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নির্যাতিত যুবক : আইনী সহযোগিতার আশ্বাস পুলিশের বেগম খালেদা জিয়া রূহের মাগফিরাত কামনায় তুরাগে দোয়া ও মিলাদ মাহফিল নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ টেকনাফের জেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এবং রিটার্নিং অফিসারগন, পরিদর্শন করেন চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবাইদুল সম্পাদক-সোহেল টেকনাফে আনসার ব্যাটালিয়নের অভিযানে নুর কামাল গ্রুপের দুই ডাকাত আটক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া গাবতলী মহিষাবান ইউনিয়ন দলীয় কার্যালয় দোয়াও মাহাফিল

অন্যদৃষ্টি সামাজিক মূল্যবোধের অবক্ষয়

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪

অন্যদৃষ্টি

সামাজিক মূল্যবোধের অবক্ষয়
—————————
আজকাল পত্রিকা খুললেই দেখা যায় সামাজিক অপরাধে নৃশংসতার স্বীকার মানুষ । এটাকে বলা হয় সামাজিক মূল্যবোধের অবক্ষয় । সব জায়গায়ই হত্যা , সামাজিক অপরাধে নৃশংসতা ইত্যাদি বেড়েই চলছে । কিশোর গ্যাংগের অপরাধে দেশ ছেয়ে গেছে । ছাত্ররা ছাত্ররা খুনীখুনি , উর্ধতন প্রশাসনে ঘুষ কেলেংকারী , হাজার হাজার কোটি টাকা দেশ থাকে পাচার হয়ে যাচ্ছে । ব্যাংকের ঋণ খেলাপীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে । গরীব কৃষকরা ব্যাংক থেকে ঋণ নিলে না দিতে পারলে কোমরে দড়ি ঝোলে । আর বড় বড় ঋণ খেলাপীদের ঋণ মাফ করে দেওয়া হয় । এ যেন মগের মুলুক । এসব যেন নিত্য-নৈমত্তিক ব্যপার হয়ে দাড়িয়েছে এখন । BRT তে গেলে , পাসপোর্ট অফিসে গেলে দেখা যায় কি রকম অনৈতিক কাজ হচ্ছে সবার চোখের সামনে ।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দেখলাম , হোটেলে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা , ছুরি মেরে ও গলা কেটে দুই নারীকে খুন , রাজধানীর বাটারা থানা এলাকায় একটি ব্যাগ থাকে মোহাম্মদ আরিফুল ইসলাম নামে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । লাশের পাশে একটি চিরকুটে লিখা ছিল , আমার জীবনের শান্তি নস্ট করেছে এই রেপিস্ট , ব্লাকমেইলার । এই রেপিস্ট ,ব্লাকমেইলারকে মেরে শাস্তি নিলাম । আরিফুল জাপানে বিয়ে করে চুমকি নামের আরেক মেয়েকে । কানাডায় অবস্থান রত আরিফুলের আরেক স্ত্রী পারভীন আরিফুলকে পরিকল্পিত ভাবে দেশে এনে হত্যা করে প্রতিশোধ নিয়ে আবার ৩ দিন পরই কানাডায় চলে যায় ।
বগুড়ায় শাহজাহানপুরে আবাসিক হোটেলের কক্ষ থেকে মা ও এক বছর বয়সের ছেলের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুশিল ।কক্ষের ভিতর থেকে ভিকটিম আশামনিকে বিবস্ত্র অবস্থায় এবং ছেলে রাফির গলাকাটা লাশ উদ্ধার করা হয় । এ ব্যপারে জিজ্ঞাসাবাদের জন্য আশামনির স্বামী আজিজুলকে গ্রেফতার করেছে পুলিশ ।
ময়মনসিংহের সদর উপজেলার ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের মনতলা নামক স্থানে সুতিয়া নদীতে ভাসমান লাগেজ খুলতেই দেখা গেল মাথা বিচ্ছিন্ন করা ত্রিখন্ডিত একটি দেহ । পুলিশ জানায় ,পারিবারিক দ্বন্দের কারণে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিবিএ অধ্যাপক রত ছাত্র ওমর ফারুক সৌরভকে ( ২৭ ) হত্যা করা হয়েছে ।

পুলিসের হেফাজতে আফরোজা বেগম (৪০ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে যশোহরের অভয়নগরে । ওর ছেলে আরিফ হোসেন মুন্নার অভিযোগ – স্থানীয় একটি মহলের ইন্ধনে নিজেদের সাথে থাকা ইয়াবা টেবলেট দিয়ে পুলিশ ওর মাকে গ্রেফতার করে থানায় নিয়ে ঝুলিয়ে মারামারি করে । নির্যাতনের কথা পুলিশ অস্বীকার করে দাবী করে মাদকসহ আটক এই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে ।

আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও সামাজিক অবক্ষয় লক্ষ্য করা যায় । একটা মানুষের বাঁচতে কত টাকা লাগে ? কত জমি – জমা লাগে ? টাকার পাহাড় গড়েও ওদের মনে শান্তি নেই । সাবেক আইজি বেনুজীর কত সন্মানিত ব্যক্তি ছিলেন ! তিনি আয়বর্হিভুত কোটি কোটি টাকার মালিক হয়েছেন , শত শত বিঘার জমি হিন্দুদের কাছ থেকে জবরদখল করেছেন , গুলশান অভিজাত এলাকায় একদিনেই ৪ টি ফ্লাটের মালিক হয়েছেল , স্ত্রী-সন্তানদের নামে হাজার হাজার কোটি টাকা জমিয়েছেন এবং দেশ থেকে টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছেন । দুদকের আইনজীবী খোরশেদ আলম সাবেক আই জি পির অবৈধ সম্পদ উপার্জন দেখে অবাগ হয়েছেন ।

আমরা পাকিস্তান আমলে ২২ পরিবারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতাম । কারণ পশ্চিম-পাকিস্তানের সৃস্ট ২২ পরিবার পুরা পাকিস্তাননের অর্থ চুষে চুষে খাচ্ছে । আর দেশ স্বাধীন হওয়ার পর এ রকম ২২ লক্ষ পরিবার বাংলাদেশে সৃস্ট হয়েছে , যারা অবৈধ ভাবে অর্থ উপার্জন করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে । কানাডাতে বেগম পাড়া গড়ে তুলেছেন । আরে একটা মানুষের বাঁচতে কত অর্থ-ভৈবব লাগে ? কত সম্পদ লাগে ? মরে গেলে তো সেই সাড়ে তিন হাত জায়গাই পাবেন বেনজিরের মত সব মানুষই ।

আমাদের সামাজিক মূল্যবোধেরকত অবক্ষয় হলে আমরা এমন কাজ করতে পারি ? হোটেলে স্ত্রী-সন্তানকে গলা কেটে মারতে পারি ? পারিবারিক কারণে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় বিবিএ এর ছাত্রকে ত্রিখন্ডিত করে লাগেজে ভরে পানিতে ভাসিয়ে দিতে পারি ? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে , গরীব দুখী মানুষদের ভুখা রেখে বিদেশ গিয়ে শান্তিতে থাকতে পারি ? ওরা মানুষ নামের অমানুষ । ওদের সামাজিক মূল্যবোধ নেই ।

বড়দের সন্মান যারা করতে পারে না , গরীব মানুষদের যারা ভালবাসতে শিখেনি , দেশকে যারা ভালবাসতে শিখেনি , শিস্টাচার সততা , ন্যায়পরায়নতা , সহনশীলতা ,সহমর্মিতাবোধ , দানশীলতা এবং শ্রমের মূল্যবোধ যারা বুঝে না , তারা সমাজের রদ্রে রদ্রে সামাজিক অবক্ষয়ের মূল্যও বুঝে না । যে কোন সমাজের রীতিনিতি , মনোভাব এবং সমাজ স্বীকৃত আচার-আচরনের সমস্টিগত যোগফলই হলো সামাজিক মূল্যবোধ । এই সামাজিক মৃল্যবোধ আমাদের মধ্যে যতদিন ফিরে না আসবে ততদিনই শত শত বেনজীর সৃস্টি হবে , হোটেলে স্ত্রী-সন্তানকে গলা কেটে মারবে স্বামী , জাহাঙ্গীর নগর বিস্ববিদ্যালয়ের ছাত্রের লাশ ত্রিখন্ডিত করতে পারবে পারিবারিক দ্বন্দের কারণে । আজ সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এসব নানা রকম ঘটনার অবতারনা হচ্ছে । এর থেকে উত্তরণের পথ আমাদের খুজে বের করতেই হবে । নচেৎ সমাজে নিস্তার আসবেনা । শিক্ষিত হলেই হবেনা , শিক্ষার সাথে সামাজিক মূল্যবোধও শিখতে হবে , হতে হবে মানবিক মানুষ । এই সামাজিক মূল্যবোধ অবক্ষয় এর কারণে কোন ক্রমেই হাজার হাজার টাকা পাচার রোধ করা যাচ্ছে না । এর জন্য সরকারকে মূখ্য ভূমিকা পালন করতে হবে । সামাজিক অবক্ষয় রোধে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও আমূল পরিবর্তন এনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার দিকে নজর দিতে হবে । শিক্ষকদের আরও যত্নবান হয়ে সামাজিক অবক্ষয়ের মূল্যবোধ রোধে ছাত্র-ছাত্রীদের দিকে বিশেষ নজর রাখতে হবে । পাশাপাশি গার্ডিয়ানদের ওদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে , কার সাথে মিশছে , মোবাইল ফোনের সৎ ব্যবহার করতেছে কি না ইত্যাদি ইত্যাদি বিষয়ে সার্বক্ষনিক নজরদারী রাখতে হবে । তা’হলেই সমাজ থেকে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব । নচেৎ এভাবেই অনাদরে ,অবহেলায় , অসহনশীলতায় , সহমর্মিতাবোধের অভাবে , সুনরজদারীর অভাবে সমাজ পচে যাবে , জন্ম হবে আরও শত শত হাজার হাজার বেনজীরের, জেনারেল আজিজের, ছাগল কান্ডের মতিউরের ।
———-
রউফ মাওলা
ব্যবস্থাপনা সম্পাদক
দৈনিক আজকের আলোকিত সকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category