রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয় হন হবিগঞ্জ সদর উপজেলার ৩ প্রার্থী

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মোঃ আজিজুল ইসলাম হৃদয়
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহন। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান।
এবারের নির্বাচনে চেয়ারম্যান
পদে হাড্ডাহাড্ডি লড়াই হয় বর্তমান চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও মশিউর রহমান শামীমের মধ্যে। যদিও বিজয়ের শেষ হাসিটা হাসেন মোতাচ্ছিরুল ইসলাম। আনারস প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩৬ হাজার ৪১৯টি। আর মশিউর রহমান শামীম কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৭১৫ ভোট। এছাড়াও মুহিবুল ইসলাম শাহীন মোটর সাইকেল প্রতীকে ১০২১৭ ভোট, চৌধুরী নিয়াজ মাহমুদ দোয়াত কলম প্রতীকে ৪ হাজার ৫০৫ ভোট, ওয়াসিম উদ্দিন ঘোড়া প্রতীকে ৩ হাজার ৪৫৬ ভোট, সৈয়দ আশিকুর রহমান হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৮২২ ভোট পেয়েছেন। শতকরা হার ৪৪.১১%।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন একটানা তিনবার
মাহবুবুর রহমান আওয়াল।তিনি পেয়েছেন ২২ হাজার ৫৬৪ ভোট বিজয়ী হয়েছেন,হাফেজ আব্দুর রহমান সেলিম টিয়া পাখি প্রতীকে ২১ হাজার ৫১২ ভোট, কাজল আহমেদ বই প্রতীকে পান ৫ হাজার ৮৯২ ভোট, কাজী মওলানা আব্দুল কাইয়ূম বৈদ্যুতিক বাল্ব ৫ হাজার ৯৮৮

ভোট, মোঃ শহিদুজ্জামান শাহীন গ্যাস সিলিন্ডার ২ হাজার ৯১৮ ভোট, নুরুল হক টিপু চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৫৩ ভোট, মোঃ মামুন মিয়া পালকী প্রতীকে পান ৪ হাজার ৪২৮ ভোট, সারোয়ার হোসেন উড়োজাহাজ পান ৭ হাজার ৪১৮ ভোট, সোহাগ চৌধুরী তালা পান ৮ হাজার ৮৬৯ ভোট, সালেহ আহমেদ চৌধুরী মাইক প্রতীকে পান ৪ হাজার ৪২৯ ভোট। ভোটের হার ৪৪.০৯%।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক টানা ২বারের বিজয়ী ফুটবল কে হারিয়ে সৈয়দ শরীফা আক্তার কুমকুম কলস প্রতীক ৩৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। নুরুন্নাহার হাঁস প্রতীকে পান ৩০ হাজার ৪৯০ ভোট, ফেরদৌস আরা বেগম ফুটবল ১৩ হাজার ৫৭৮ ভোট, আয়শা খানম রানী প্রজাপতি পান ৬ হাজার ৪৮৪ ভোট।


এই বিভাগের আরও খবর