মোঃ বেলাল হোসেন, জেলা প্রতিনিধি চট্টগ্রাম।
দৈনিক বাংলার দর্পণ পত্রিকার সম্মানিত লেখক ও বিশেষ প্রতিনিধি এবং উন্মোচন টেলিভিশন’র বিশেষ প্রতিনিধি( চট্টগ্রাম), অসংখ্য ক্লাব ও সংগঠনে দায়িত্বরত, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ মালিকুল আজিম( মালেক) শ্রদ্ধেয় পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আজিম মাস্টার এর ইন্তেকালে শোকজ্ঞাপন করেছেন সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন পরিবার।
এতে সংগঠন র সম্মানিত পরিচালক ও সমাজসেবক মোঃ জাকির হোসেন, সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলফাজ,সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেরাজ বিন সিরাজ ও সিনিয়র সদস্য আরমান সহ সংগঠন এর সকলে গভীরভাবে শোকজ্ঞাপন করেছেন।
বিশেষ করে মরহুমের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভির সমবেদনা।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং দান বীর, জনাব মোহাম্মদ নুরুল আজিম মাস্টার গতকাল ২৪ এপ্রিল ২৪ইং রাত ১০:৩০ টার সময় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হির রাজিওন। ওনি জোড়ামতল এলকার স্থায়ী বাসিন্দা হিসাবে সারাজীবন অতিবাহিত করেছেন।
ওনাকে ২৫ এপ্রিল ২৪ ইং হযরত পীর পন্থিশাহ রহঃ জামে মসজিদ কমপ্লেক্স এ রাষ্ট্রীয় (গার্ড অব অনার মর্যাদায়) নামাযে জনাযা অনুষ্ঠিত হয়।
তিনি এক পুত্র সন্তান ও দুই কন্যাসন্তান রেখে যান।
সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন পরিবার মরহুম র মাগফিরাত কামনা করছি এবং মহান রব আল্লাহ তার দুনিয়ার সকল গুনাহ্ ক্ষমা করে দিয়ে মরহুম কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।