শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

মিথ্যা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদের সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
পাবলিশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

জয়নাল আবেদীন সজীব”জেলা প্রতিনিধি লক্ষীপুর।

লক্ষীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানাধীনের ১৩ দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন জাবেদ অহেতুক মিথ্যা অভিযোগ কেনে ৫০ লক্ষ টাকার মানহানীর মামলা করেছে।যে মামলার প্রমাণ ডকুমেন্টস কোনো কিছুই নাই, এবং চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রাশেদুল হাসান কে বিভিন্ন ভাবে হত্যার হুমকি প্রতিবাদের সংবাদ সম্মেলন।

এ বিষয় ১৯/০৪/২০২৪ ইং দিঘলী বাজারে সংবাদ সম্মেলনে করেন আজগর হোসেন ও সাংবাদিক রাশেদুল হাসান। এসময় থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজগর হোসেন”সাংবাদিকদের বলেন, আফনাদের মাধ্যমে দেশবাসী ও প্রশাসন কে অবহিত করতে চাই । ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন জাবেদ।

আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে একটি মামলা করেছে। এবং যাদেরকে সাক্ষী দিয়েছে তারা বলে আমরা এ মামলার বিষয়ে কিছু জানিনা। আজগর হোসেন আরো বলেন এই চেয়ারম্যান আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে ও বিভিন্ন নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দিচ্ছে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। বিগত ২০১৫ সালে আমার এক ভাই খুন হয় চেয়ারম্যানের বাড়ির পাশে যাহারা ঐ খুনের আসামি তাহারা সৌদি আরব আছে, আর চেয়ারম্যান এর ভাই জসিম। হজ্জের নাম করে, সৌদি আরব এসে ঐ খুনী আসামিদের সাথে মিটিং করে, আমাকে হত্যার পরিকল্পনা করে। আমাকে হত্যা করলে বাবর হত্যার মামলা নিয়ে আর কেহ মাথা গামাবে না তাই তাদের মোধ্যে থাকা একজন আমাকে ফোনের মাধ্যমে বিষয়টি জানায় এবং আমাকে সতর্ক করে।

এ দিকে সাংবাদিক রাশেদুল হাসান বলেন, আমি একজন সংসদ কর্মী আমার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করে নিউজ করা। এবং যেখানে নায়ক অবিচার জুলুম সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করা। তেমনি একজায়গায় ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন জাবেদ জমি দখল করতে গিয়ে, মহিলাদের কে বেদম ভাবে মারার হুকুম দেয়, আমি ভিডিও টা নিতে গেলে আমাকেও মার দোর করে আমার ক্যামেরা থাবাদিয়ে মাটিতে ফেলে দেয়।

এবং আমাকে অকত্য ভাষায় গালমন্দ করে বলে এ নিউজ করলে আমাকে হত্যা করে গুম করে ফেলবে। মোশাররফ হোসেন নামক এক লোক দিয়ে আমাকে বিভিন্ন সময় ফোনে হুমকি ধুমকি দিচ্ছে। তাই আমি চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ করি যাহা S.D.R. নং ৩৩৪ কিন্তু চন্দ্রগঞ্জ থানা এখনো কোনো ব্যবস্থা গ্রহন করি নি। রাশেদুল হাসান আরো বলেন চেয়ারম্যান সালাহউদ্দীন জাবেদ, দায় এড়াতে আমার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়েল করে।

মানহানি মামলা যার এক নাম্বার আসামি আজগর হোসেন দুই নাম্বার আসামি আমাকে করা হয়েছে তাও নাম ঠিকানা অনেক কিছু ভুল, কিন্তু তিনি আমার সাথ পাবলিক প্লেসে যাচরণ করেছে।ও আমার বিরুদ্ধে মামলা করে আমার কোটি টাকার মানহানি করেছে। আমি আমার সম্পাদক ও মাননীয় জেলা প্রশাসকের সাথে কথা বলে তার বিরুদ্ধে অচিরে কোটি টাকার মান হানির মামলা দেবো

১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের অনেক সদস্যের সাথে কথা বলে জানতে পারলাম যে একজন খারাপ প্রকৃতির লোক সকল উন্নয়নমূলক কর্মকান্ড একাই ভোগ করতে চায় যেমন পাবলিকের সাথে তেমন ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে পাইপ গত চার মাস আগে সকল মেম্বাররা মিলে তার বিরুদ্ধে অনাস্থা আনে যাহার প্রমান আছে।


এই বিভাগের আরও খবর