কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং নায়েব সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে এফডিএমএন মোঃ সাহেদ (১৯) নামে এক যুবককে সন্দেহজনক মনে হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা বলে জানায় বিজিবি।
আটককৃত মোঃ সাহেদের বাড়ি উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ (ব্লক জি-১৫) এলাকায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।