ডেকোরেশন ব্যবসার আড়ালে সীমান্ত দিয়ে মাদক পাচারের অভিযোগে এক চক্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি রোহিঙ্গা মাদক কারবারিদের কোটি টাকার ইয়াবার একটি চালান আত্মসাৎ করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাজানো হয়েছে নাটকীয় প্রচারণা।
সূত্র জানায়, ঘটনার বিশ্বাসযোগ্যতা তৈরি করতে কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মকাম মসজিদে শপথ নেওয়ার ঘটনাও সামনে আনা হয়। পরবর্তীতে ধরা–ধাক্কাধাক্কি, দফায় দফায় তদবির এবং প্রভাবশালী নেতাদের নিয়ে সমঝোতার চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়।
সমঝোতা ব্যর্থ হওয়ার পর পরিকল্পিতভাবে অপহরণের একটি নাটক সাজানোর অভিযোগ উঠেছে, যাতে মূল ঘটনা আড়াল করা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করা সম্ভব হয়।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানা গেছে।
বিস্তারিত প্রতিবেদন আসছে…