জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: গাইবান্ধায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মো. নওয়াব আলী প্রধান
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাঘাটা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জনাব মো. নওয়াব আলী প্রধান।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তার নেতৃত্বে সাঘাটা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।
এ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং অধ্যক্ষ মহোদয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতি বছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা প্রদান করা হয়।