বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তুরাগ থানা ৫৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক ১৮ আসন বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন,মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আক্তার হোসেন এম কফিল উদ্দিন আহমেদ আফাজ উদ্দিন আফাজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় যেভাবে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, এ ধরনের জানাজা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কর্ম ও অবদানের কারণেই তার মৃত্যুর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশ নিয়েছে। দেশের জন্য তিনি অসামান্য অবদান রেখে গেছেন এবং জনগণের কল্যাণে বহু কাজ করে গেছেন।
তিনি আরও বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনে গণমানুষের ভোট ও ভালোবাসায় বিএনপি এবং ধানের শীষ বিজয়ী হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
ঢাকা–১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি তার আদর্শ ও কর্মের জন্য। আমরা যদি সবাই তার আদর্শ অনুসরণ করি এবং তার মতো করে দেশের জন্য কাজ করি, তাহলে আমরাও স্মরণীয় হয়ে থাকতে পারবো।
তিনি আরও বলেন, আমি নিজে কোনো অন্যায় করবো না এবং কাউকে অন্যায় করতে দেব না। ঢাকা–১৮ আসনে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে নির্যাতিত ও নিপীড়িত। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল দুঃখ-কষ্ট আমরা একসাথে ভাগ করে নেব এবং সুখ-দুঃখে একসাথে থাকবো।
৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা মামুন পারভেজ তন্ময়ের সঞ্চালনায় এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জামির হোসেন,তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান তুরাগ থানা বিএনপির বারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম,৪৮ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আলি আকবর,তুরাগ থানা ও যুবদলের সাবেক সভাপতি আলমাস আলী,তুরাগ থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রুবু রিপন হাসান খন্দকার হাজী চান মিয়া বেপারী বিপ্লব হোসেন,উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন শিশির হাজী আনোয়ার ডালি,তুরাগ থানা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন,সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মিলাদ ও দোয়া মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক সরকার সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন সেলিম মিয়া আক্তার হোসেন রিয়াজ উদ্দিন ঝন্টু।
আলোচনা সভার শেষে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।