নরসিংদীতে পুলিশ ডিবির্্যাব যৌথ বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে দুই জন।
গতকাল ৫ জানুয়ারী ২০২৬ ইং নরসিংদীর সদর উপজেলা আলোক বালী ইউনিয়ন মুরাদ নগরে নরসিংদী সদর মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ,র্্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট,এডিসনাল এসপি,ক্রাইম এডিসনাল এসপি,সদর অফিসার ইনচার্জ, নরসিংদী সদর মডেল থানা অফিসার ইনচার্জ, ডিবি উত্তর দক্ষিণসহ ৭০ জন ফোর্সের সাড়াষি অভিযান পরিচালনা করিয়া দুইজন ডেবিলকে দ্যূত করিয়া গ্রেফতার করিতে সক্ষম হন।
উক্তগ্রেফতারকৃত আসামি হলেন ১/ মোঃ ইউসুফ (৩৮) পিতা আব্দুল আজিজ
সাং মুরাদ নগর
২/মোঃ ফরহাদ (৪০) পিতা ফাইজুর রহমান সাং মুরাদ নগর।
নরসিংদী সদর মডেল থানা অফিসার ইনচার্জ জনাব, এ আর এম আল মামুন এর সাথে কথা বলে জানা যায় দীর্ঘ সময় ৭০ জন ফোর্সের যৌথ অভিযানে ডেবিল দুইজনকে একসাথে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন এমন বিশেষ অভিযান অপরাধীদের জন্য সবসময় অব্যাহত থাকবে।