বিএনপির আয়োজনে ফুটবল ম্যাচ, আর সেখানে প্রধান অতিথি ইউনিয়ন আওয়ালীগের সভাপতি! শুনতে অবাক লাগলেও এঘটনা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে। ইউনিয়নটিতে চরবলাকী বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হতে যাওয়া একটি ফুটবল ম্যাচে প্রধান অতিথি করা হয়েছে আব্দুল মতিন মিন্টুকে। তিনি হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আয়োজনের পোষ্টার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, চর বলাকী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘ভাই-ভাই একতা’ শীর্ষক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। রোববার (০৪ ডিসেম্বর) বিকাল ৩টায় কিকাস টর্নেডোস বনাম ব্লাডি ওয়ারিয়রস একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টারে দেখা যায়, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুকে। এছাড়া সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নাম রয়েছে আওয়ামী লীগ নেতা গিয়াস ও নাজমুল হোসেনের।
পোস্টারটি প্রকাশের পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে ক্ষোভ ও প্রতিবাদ জানান।
গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ হোসেন জাহিদ বলেন, ‘৫ আগস্টের আগে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা মাঠে ছিল। এখন তারা বিএনপির অনুষ্ঠানে প্রধান অতিথি হয়—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গজারিয়ার অন্য ইউনিয়নগুলোতে এসব দোসররা পালিয়ে বেড়ালেও হোসেন্দীতে তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং অতীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে বক্তব্য জানতে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে প্রথম জানলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’