কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক কুমিল্লা – ৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের পদপ্রার্থী মোঃ আবুল কালাম, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ঢাকার সহিদ উদ্যানে। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি সহসভাপতি মোঃ নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মশু, টি আর হারুনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাএদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ শে ডিসেম্বর ভোর ছয়টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৩১ শে ডিসেম্বর দুপুর দুইটায় ঢাকার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে সহিদ উদ্যানে, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাশে চির শায়িত হন।