বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
রংপুর সদরে আদালতের রায় অমান্য করে মসজিদের জমিতে ঘর নির্মাণের অভিযোগ ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: গাইবান্ধায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মো. নওয়াব আলী প্রধান দেবহাটায় এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে অমানুষিক নির্যাতন : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নির্যাতিত যুবক : আইনী সহযোগিতার আশ্বাস পুলিশের বেগম খালেদা জিয়া রূহের মাগফিরাত কামনায় তুরাগে দোয়া ও মিলাদ মাহফিল নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ টেকনাফের জেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এবং রিটার্নিং অফিসারগন, পরিদর্শন করেন চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবাইদুল সম্পাদক-সোহেল টেকনাফে আনসার ব্যাটালিয়নের অভিযানে নুর কামাল গ্রুপের দুই ডাকাত আটক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া গাবতলী মহিষাবান ইউনিয়ন দলীয় কার্যালয় দোয়াও মাহাফিল

আবারও ইতিহাস গডে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন সোমা এস সাঈদ

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর পবিত্র কোরআন ছুঁয়ে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গত বৃহস্পতিবার ,১৮ ডিসেম্বর ২০২৫,বিকাল ৫টায় শপথ গ্রহণ করলেন বাংলাদেশী আমেরিকান সোমা এস সাঈদ। এর মধ্যদিয়ে বহুজাতিক সমাজে প্রথম বাংলাদেশীই নন, প্রথম মুসলমান নারী হিসেবে সোমা এস সাঈদ ২য় বারের ন‍্যায় ইতিহাস রচনা করলেন। নিজের মেধা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বিচারপতি সোমা এস সাঈদ একইসাথে বাংলাদেশকেও অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন বলে শপথ গ্রহণের প্রাক্কালে শুভেচ্ছা বক্তব্যে মন্তব্য করেছেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, সিনেটর টবি এন স্ট্যাভিস্কি, এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভন রিচার্ডস এবং কোট অহ আপিলের প্রধান বিচারপতি রোওয়ান উইলসন।খবর আইবিএননিউজ ।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সাঈদ এবং টাঙ্গাইলের একটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাঈদের কন্যা সোমা এস সাঈদ ১২ বছর বয়সে মা-বাবার সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নিউইয়র্ক সিটির কুইন্সে বাস করছেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে লেখাপড়ার পর সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে ব্যাচেলর ডিগ্রি করেন সোমা এস সাঈদ। এরপর ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনী ল’ স্কুল থেকে কৃতিত্বের সাথে জেডি করেছেন। টানা দেড় যুগের অধিক সময় এটর্নী হিসেবে পেশাগত জীবন-যাপনের পাশাপাশি কম্যুনিটির নানা কর্মকান্ডে জড়িত থেকে সোমা এস সাইদ নিজেকে বিশেষ এক অবস্থানে উন্নীত করতে সক্ষম হন এবং সেই সিঁড়ি বেয়েই ২০২১ সালের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে কুইন্স কাউন্টিতে নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছিলেন।এবং প্রথম বার ইতিহার রচনা করেছিলেন ।

এরপরের বছর তাকে ম্যানহাটানে অবস্থিত নিউইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে বিচারপতির দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি তা বিচক্ষণতার সাথে ২০২৩ সাল নাগাদ পালন করেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে পুনরায় কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন। সর্বশেষ গত ৪ নভেম্বরের ২০২৫ নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিজয়ী হয়েছেন।

সোমা এস সাইদ শপথ গ্রহণের ঘটনাকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী।

সোমা এস সাঈদের স্বামী মিজানুর চৌধুরী এবং ভাই সাঈদও অভিবাসী সমাজের সদস্যগণের আমেরিকান স্বপ্ন পূরণের পথে অনন্য এক উদাহরণে পরিণত হলেন বিচারপতি সোমা এস সীঈদ এমন অভিমত পোষণ করেছেন। তারা বলেছেন, লক্ষ্যে অবিচাল আস্থাশীল থেকে সততা ও নিষ্টার সাথে নিজেকে নিবেদিত রাখা সম্ভব হলেই বহুজাতিক এ সমাজেও প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী,তিনি এ সংবাদদাতার কাছে নিজের অভিব্যক্তি প্রকাশকালে উচ্ছ¡সিত চিত্তে বলেন, ডেমক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন লাভে সক্ষম হওয়ায় সোমাকে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অবতীর্ণ হওয়ার প্রয়োজন হয়নি। সরাসরি মূল নির্বাচনে আড়াই লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন। সোমা এস সাঈদ এ বিজয় বাংলাদেশী আমেরিকানদের বিজয়। ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিকক্ট লিডার ড. দীলিপ নাথ এবং অভিবাসন আইনে বিশেষভাবে পারদর্শী এটর্নী অশোক কর্মকার পৃথক পৃথক ভাবে এ সংবাদদাতার কাছে নিজের অনুভ’তি প্রকাশকালে বলেছেন, সোমা এস সাইদ এর এমন উত্থানে কম্যুনিটির নতুন প্রজন্ম অনুপ্রাণীত হবে এবং তারাও নিজ মেধাগুণে আরো অনেক বড় কিছু অর্জনে সক্ষম হবেন।

পেশাগত সততা সোমা এস সাঈদকে নিউইয়র্ক সিটি ইক্যুয়াল রাইটস এ্যানফোর্সমেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ছাড়াও রাইট অব জাস্টিস কাউন্সিলের বোর্ড মেম্বার হিসেবে অধিষ্ঠিত হবার পথ সুগম করেছিল। সোমা এস সাঈদ এশিয়ান আমেরিকান জাজ এসোসিয়েশনেরও সম্মানীত সদস্য। কুইন্স কাউন্টি উইমেন’স বার এসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন এটর্নী সোমা এস সাঈদ ।

ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী রোন্ডা বিন্ডা এবং আয়েশা দেওয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের বাণী উচ্চারণ করেছে ছোট্টমনি জাহিন সাঈদ। অনুষ্ঠানে কম্যুনিটি বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি ব্যক্তিগণের মধ্যে ছিলেন মুলধারার রাজনীতিক ডেমোক্র্যাট ডিস্ট্রিক্ট লিডার ড.মিত্রা জেন,মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রী…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category