বিশেষ প্রতিনিধি : কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে টেকনাফ মডেল থানা পুলিশ ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি যৌথভাবে ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনকভাবে অবস্থানরত এক নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত।
গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক কারবারে জড়িত ছিল বলে পুলিশ দাবি করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
টেকনাফ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় টেকনাফে মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা এবং মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।