নিজস্ব প্রতিবেদক
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ হাসান আলী রেজা দোজার সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের নির্বাহী চেয়ারম্যান মোঃ সাদেক হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আহাদ হোসেন পাটোয়ারী, পরিচালক (এডমিন) হামিদুর রহমান, পরিচালক (আইন) মোঃ সাইদুর রহমান মজুমদার, পরিচালক (অর্থ) লায়ন মোঃ জারিফ, পরিচালক (আন্তর্জাতিক) মোঃ ফরিদ হোসেন খান, পরিচালক (উন্নয়ন) মোঃ নাসির উদ্দিন রিপন, পরিচালক (ইভেন্ট) কুতুব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য মাবরুর-ই-মোর্শেদ সহ ফোরামের সদস্যবৃন্দ।
সভায় আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও ত্রৈমাসিক মুখপাত্র মানভোক্তা প্রকাশের বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।