এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)
শাহবাজপুর বন্দেরহাটি মাওলানা নুরুল ইসলাম পীর সাহেব কেবলার স্বরনে
শাহ ইলিয়াস ফারুকীর সুন্নী যুব সংগঠনের উদ্যোগে (১১তম সুন্নী মহা সন্মেলন অনুষ্ঠিত হয়, ( ১৬নভেম্বর)২০২৫ ইং
সভাপতিত্ব করেন, আওলাদে ওলি পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহ ইলিয়াস ফারুকীর সুন্নী আল কাদরী সাহেব, গদীনীশীন পীর সাহেব নরসিংসার নুরানীয়া দরবার শরীফ,সহসভাপতি, বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ রবি মিয়া,
প্রধান অতিথি, সুফি মোঃ মুফতি জামাল উদ্দিন শায়েরী আত্ব তাহেরী,এম,এম, এফ স্কলাস ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা,
প্রধান বক্তা,পীরজাদা হযরত মাওলানা তানভীরুল রেজা,ফারুকী, চ্রটগ্রাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা ছায়েদুল হক সাহেব, খতিব,মোড়াহাটি জামে মসজিদ ও শিক্ষক, বারিউড়া আলিয়া মাদ্রাসা,
হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, খাদেম, দেওড়া চিশতিয়া দরকার শরীফ,
ওয়াজ করেন,হযরত মাওলানা হাফেজ সামছুল ইসলাম সাহেব, খতিব,বন্দেরহাটি জামে মসজিদ,
মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ীক জনাব সৌহানুর রহমান (সৌখিন) শাহবাজপুর, মোহাম্মদ আলফু মিয়া সাহেব, বন্দের হাটি,
মাহফিল পরিচালনা, সাংবাদিক এম বাদল খন্দকার, প্রতিষ্ঠাতা অএ সংগঠন।
সাবিক ব্যবস্তাপনায়,মোঃ লাল খা মিয়া,মোঃ তাজুল ইসলাম, মোঃ এলাহি মিয়া,