সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে অপহরণ ও মারধরের অভিযোগ
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ মোজাম্মেল হক (২২) নামে এক যুবককে অপহরণ করে বেদম মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোজাম্মেল হক শনিবার (২৫ অক্টোবর) সাদুল্লাপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। তিনি উপজেলার পূর্ব দামোদরপুর গ্রামের মৃত ছকু মিয়ার ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়, আসামী ১। মোঃ রঞ্জু মিয়া (৪২), ২। মোঃ আঙ্গুর মিয়া (৫৫), ৩। মোঃ রাখু মিয়া (৫২), ৪। মোঃ মঞ্জু মিয়া (৪০), ৫। মোঃ সঞ্জু মিয়া (৩৫), ৬। মোঃ মন্টু মিয়া (৩২), ৭। মোঃ আবুল কাশেম (৫৭) এবং ৮। মোঃ শিশির (আলিফ) (২০)সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে তিনি বলেন, গত ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিয়ামতনগর বাজার থেকে আমাকে অপহরণ করে নিয়ামতনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে যায় আসামিরা। সেখানে ১নং আসামি রঞ্জু মিয়া হত্যার নির্দেশ দিলে তারা লাঠি ও রড দিয়ে আমাকে বেদম মারধর করে। এতে আমার পা ও হাতের হাড় ভেঙে যায় এবং মাথায় আঘাত পেয়ে আমি জ্ঞান হারাই।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা মাসুদ রানা, আপেল মিয়া, রফিকুল ইসলামসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মোজাম্মেল আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বে তার পিতা ছকু মিয়া হত্যার অভিযোগে সেশন মামলা (নং ৫৫০/২৫) চলমান আছে। আসামিরা দীর্ঘদিন ধরে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।