গাজীপুর-২ আসনে শওকত হোসেন সরকারের পক্ষে ব্যাপক গণসংযোগ
বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের পক্ষে কাশিমপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ ও ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছেন।
শনিবার সকাল থেকে কাশিমপুরের খাঁটা বাজার, নান্দা বাজার, বিন্নি মার্কেট ও নারায়ণপুরসহ বিভিন্ন এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচার করেন এবং ধানের শীষের লিফলেট বিতরণ করেন।
প্রচারণায় নেতাকর্মীরা স্থানীয় জনগণের কাছে বিএনপির প্রতীক “ধানের শীষে” ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক হাসেম রেজা, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, ৬ নং ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মীর আব্দুল আউয়াল, শ্রমিক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, সদস্য সচিব কে. এম. হাফিজুর রহমান রাজু, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, বিএনপি নেতা গিয়াস উদ্দিন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জনগণের দল। দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
প্রচারণা শেষে শওকত হোসেন সরকারের পক্ষে দলের নেতাকর্মীরা দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করেন।