শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

১৯ হাজার সদস্যের ‘বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণ জয়ন্তী

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

১৯ হাজার সদস্যের ‘বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণ জয়ন্তী
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

১৯ হাজার সদস্যের সংগঠনের ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে ভাড়া করা হয়েছে মাত্র এক হাজার আসনের মিলনায়তন। এরমধ্যদিয়েই কম্যুনিটির আরো অনেকের মতো বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা প্রহসনের নাটক মঞ্চস্থ করতে চলছেন। ২ নভেম্বর এই উৎসব হবার কথা। অংশগ্রহণে আগ্রহীদেরকে অনলাইনে ৫০ ডলার ফি দিয়ে নাম তালিকাভুক্ত করার আহবান জানানো হয়েছে। অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি কুইন্সে ‘ট্যারেস অন দ্য পার্কে’ অনুষ্ঠিত হবে।খবর আইবিএননিউজ ।

অনুষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে দাবি করে এলেও বিগতদিনের কর্মকান্ডে সর্বস্তরের প্রবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়নি। যার নগ্ন প্রকাশ ঘটেছে সম্ভাব্য প্রার্থীগণের অর্থে সদস্য/ভোটার বানানোর প্রতিযোগিতায়। একেকজনের জন্যে ২০ ডলার করে ফি দিতে হয় সদস্য নবায়ন অথবা নতুন সদস্য করতে। সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে সদস্য বানানোর বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ, এমনকি মামলার অবতারণা হলেও তা থেকে সংশ্লিষ্টরা শিক্ষা নেননি। ফলে নির্বাচনের সময় ১৯ হাজার ভোটারের আবির্ভাব ঘটলেও বড় কোন অনুষ্ঠানেই ৫ শতের বেশী মানুষের সমাগম ঘটেনি। সেদিকে খেয়াল রেখেই মাত্র এক হাজার আসনের মিলনায়তন ভাড়া করা হয়েছে ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে। অনেকে মনে করছেন, ৫০ ডলার ফি দিয়ে ঐ উৎসবে অংশগ্রহণে আগ্রহী শ’খানেকের বেশী পাওয়া যাবে না। এ অবস্থায় ভোটার/সদস্য বানানোর মত পছন্দের লোকজনের ফি-ও কর্মকর্তাগণকেই বহন করতে হবে।

বর্তমান কমিটি শপথ গ্রহণের সময় অনেক অঙ্গিকার করেছে। তার পরিপূরক হিসেবে একটি ভবন ক্রয়ের কথা, যেটি বাংলাদেশ সেন্টার হিসেবে পরিচিত হবে। তার বাস্তবায়ন এখনো ঘটেনি। অধিকন্তু বিদায়ী কমিটি কর্তৃক সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে কবরের জায়গা ক্রয়ের জন্যে প্রদত্ত ২ লাখ ৪০ হাজার ডলারের মধ্যে ফেরৎ পাননি এক ডলারও। এ নিয়ে দেন-দরবারের পর ৩ অক্টোবর বিভিন্ন কিস্তিতে ব্যাংকে জমা দেয়ার জন্যে ১৯টি চেক পেয়েছে সোসাইটি। প্রথম চেকটি ৫০ হাজার ডলারের, যা জমা দিতে হবে চলতি মাসেই। পরবর্তী ১০ হাজার ডলারের একেকটি চেক আসছে জানুয়ারি থেকে প্রতি মাসে জমা দিতে হবে উল্লিখিত তারিখ অনুযায়ী। কথিত কবর প্রকল্পের কর্মকর্তারা সোসাইটি থেকে চেক নিয়েছেন একত্রে। এখোন কবরের জায়গা দিতে না পারার আশংকায় অর্থ ফিরিয়ে দিতে কিস্তির বাহানা করা হয়েছে কেন সে প্রশ্ন সাধারণ সদস্যগণের। বিদায়ী কমিটির কাছে থেকে যেদিন দায়িত্ব বুঝিয়ে নেয়ার অনুষ্ঠান তথা ‘অভিষেক’ হয়েছে, একইদিন সোসাইটির বিদায়ী কমিটি ২ লাখ ৬০ হাজার ডলারের চেক প্রদান করেছেন কথিত কবরের জায়গা ক্রয়ের জন্যে। এবং এ তথ্য অভিষেক উৎসবে গোপন রাখা হয়েছিল। পরবর্তীতে জানাজানি হওয়ায় নয়া কমিটি দেন-দরবার শুরু করে ঐ অর্থ ফেরৎ আনার জন্যে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category