নোংরা দৃষ্টি-
হালিমা সুলতানা
পুরুষ হয়ে অহংকারী
কিভাবে আজ হলে বলো?
পায়ের নীচে নারী রেখে
রাজা সাজে ক্যামনে চলো?
সম্মানি মা বললে যারে
তাঁরেই তুমি নষ্ট ভাবো।
নিজের পাপ টা ঢাকতে বলো
মক্কাতে ভাই হজ্জে যাবো।
মা ডেকে প্রাণ কেড়ে গলা
জড়িয়ে রোজ ফুর্তি করো।
দিনের বেলায় মা জননী
রাতের বেলায় ঝাপটে ধরো।
আরও পড়ুনঃ পাখিরে তুই খবর দে- মোঃ ইব্রাহিম হোসেন
চরিত্র টা লুকিয়ে তাই
দিব্বি সাজে মহা মানব।
সুযোগ বুঝে জেগে উঠে
সত্যিকারের দর্সূ দানব।
মুখোশ পরে পবিত্র প্রাণ
মুখোশ ছাড়া নোংরা প্রাণী।।
সমাজ মাঝে বলে বেড়ায়
পবিত্র এক ধর্মের বাণী।
হাজারে এক পুরুষ আছে
আমাদের ভাই এই সমাজে।
যাদের জীবন এমনি কাটে
নানান রকম নোংরা কাজে।
তারিখ :-১৭-০৯-২০২৫খ্রি.
গৌরীপুর, ময়মনসিংহ।