নজরুলি আগুন –
ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
আগুন খড়কুটোতেই শুধু জ্বলে না
মনের গহীনে হৃদয় কানুনেও আগুন জ্বলে!
নিপিড়ীত নির্যাতিত ছাত্র জনতার আগুন
স্লোগানে রাজপথে জ্বলে!
কবি নজরুলের বিদ্রোহী কবিতা
আবৃত্তিতে আগুন জ্বলে!
নজরুলের স্মৃতিচারণে
আলোচনাকারীর কন্ঠে আগুন জ্বলে!
নজরুলের সাম্যের আহবানে
হিন্দু মুসলমান নারী পুরুষের
মেলবন্ধন অটুট রাখার স্লোগানে
বৈষম্য বিরোধী আগুন জ্বলে!
আরও পড়ুনঃ ‘কলম হোক’ _______বিজুরী ইসলাম
নজরুলের হামদু নাতে
আল্লাহ রাসুলের প্রতি মুমিনদের
জাগ্রত করার প্রচেষ্টায় আগুন জ্বলে!
নজরুলের স্যামা সঙ্গীতে
হিন্দু সম্প্রদায়ের স্রষ্টা সাধনায়
মনোচিত্ত জাগরণের আগুন জ্বলে!
কবি নজরুলের বিদ্রোহী কবিতার
লেখনীর ভাবধারায় বাংলার কবিদের
কবিতা লেখা আর আবৃত্তিতে আগুন জ্বলে!
আগুন জ্বলে না আবার
সাম্যের কবি, মানবতার কবি, প্রেমের কবি
দ্রোহের কবি, বিদ্রোহী কবি
নজরুলের কথা মনে পড়লেই
মনে বিদ্রোহী আগুন জ্বলে।