বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেনঃ 
পাবলিশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেনঃ

রাজধানীর পুরানা পল্টন মোড়ের ট্রপিখানা টাওয়ার ফেনী সমিতি হলরুমে দিনব্যাপী “মানবাধিকার সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম এবং উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদ-এর সম্পাদক ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান এএফএম রাসেল পাটোয়ারী, অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন, আল-আমিন শাওন, পরিচালক (অর্থ) খন্দকার তারিকুল ইসলাম, মোঃ সামসুদ্দিন, বেলাল হোসেন। সঞ্চালনায় ছিলেন পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন নিরব ও সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা।

আরও পড়ুনঃ জলঢাকায় গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-এর সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, উপদেষ্টা মেজবাহ উদ্দিনসহ সংগঠনের উচ্চপদস্থ নেতৃবৃন্দ।

কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা লোকমান সাইফি। প্রশিক্ষণ পরিচালনা করেন সাংবাদিক ও গবেষক গাজী আনোয়ার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এম এ মোহিত এবং প্রশিক্ষণ পরিচালক ড. এজেডএম মাইনুল ইসলাম পলাশ।

মধ্যাহ্নভোজ শেষে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ড. শাহজাহান মজুমদার সম্মানিত অতিথিদের ক্রেস্ট এবং প্রশিক্ষণপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের সনদপত্র তুলে দেন। এছাড়া মোঃ মোশাররফ হোসেন ও মোঃ শাহীনকে স্থায়ী সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ‘প্রশিক্ষণ মেডেল-২০২৫’ প্রদান করা হয়।

বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এবং সাংস্কৃতিক পরিবেশনায় কর্মীরা গান পরিবেশন করেন। এসময় বগুড়া জেলা কমিটির পক্ষ থেকেও সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর