গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৮০ পিস ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ এক লক্ষ টাকাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতি আটক হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রাম থেকে তাদের আটক করা হয়। বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গজারিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।
আটতকৃতরা হলো টেংগারচর গ্রামের হাজী মোহাম্মদ শাজাহানের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৩৮)।
আরও পড়ুনঃ বগুড়া গাবতলীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
খবর নিয়ে জানা যায়, টেংগারচর গ্রামের আনোয়ার হোসেন-নাসিমা দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান চালায় সেনা সদর দপ্তরের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন ১৯ বীর, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া সেনা ক্যাম্পের সদস্যরা। অভিযানে ৮০ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা ও মাদক বিক্রি নগদ ১ লাখ টাকাসহ আনোয়ার হোসেন-নাসিমা দম্পতিকে আটক করে তারা। আটকের পর তাদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটককৃত আনোয়ার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।