সাব্বির হোসেন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামে এক যুবতীকে কু প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় উক্ত পরিবারের ৫ জনকে জখম করেছে প্রতিপক্ষ
আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভূক্তভোগী সূত্রে জানা গেছে, জাবুসা গ্রামের আজিজুল শেখের কন্যা অনুপা (২০) কে একই গ্রামের জনৈক আসাবুর দীর্ঘদিন ধরে কু প্রস্তাব দিয়ে আস ছিলো। সর্বশেষ গত মঙ্গলবার ২৬ আগষ্ট ২০২৫ বিকালে আসাবুর পুনরায় যুবতীকে কু প্রস্তাব দেয়।
বিষয়টি নিয়ে অনুপার পরিবার আসাবুরের পরিবারের কাছে রাত ৯ টা ৩০ মিনিটের সময় অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্য প্রথমে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে আসাবুর সহ তার সহযোগীরা যুবতীর পরিবারের সদস্যর উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও জখম করে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা
এসময় অনুপা (২০) তার পিতা আজিজুল (৪৫) মাতা রেহেনা (৩২) এবং দাদা সিদ্দিকুর (৭০) এবং মিজানুর রহমানের স্ত্রী তানিয়া (২৫) জখম প্রাপ্ত হয়।
তাদের চিৎকারে আশাপাশের লোক এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে যুবতীর মাতা রেহেনা বাদী হয়ে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।