বিশেষ প্রতিনিধিঃ
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, একাত্তরের স্বাধীনতা, বাহাত্তরের সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের সঙ্গে কোনো আপস করতে তিনি রাজি নন। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার।”
গতকাল ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ এর একটি গোলটেবিল বৈঠক ভণ্ডুল হওয়ার পর এক ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।
জেড আই খান পান্না অভিযোগ করেন, ক্ষমতাসীনদের দাপটেই কিছু দুষ্কৃতকারী হট্টগোল করে অনুষ্ঠানটি পণ্ড করেছে। তিনি এই ঘটনাকে দেশের মত প্রকাশের স্বাধীনতার বর্তমান অবস্থা বোঝার একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।