আরাফাত রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া:
গাবতলী থানা পুলিশের বিশেষ অভিযানে জেলার শাজাহানপুর থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রহিম (৩৫)পিতা মৃত কোরবান আলী গ্রাম গোলাবাড়ি জেলা বগুড়াকে এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দ্বারা
চাচাতো বোনকে কুপিয়ে গুরুতর জখম সংক্রান্ত নিয়মিত মামলার মূল আসামি বিপ্লব হোসেন (৪৮)পিতা খোকা মিয়া গ্রাম দুয়ারপাড়া থানা গাবতলী জেলা বগুড়াকে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় আত্মীয়র বাড়িতে পলাতক থাকা অবস্থায় ইংরেজির ২৪/৮/২০২৫ তারিখ গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ “তালের পিঠা”- রাহেলা আক্তার
মাদক মামলার গ্রেফতারি ওয়ারেন্ট মূলে মহিষবান পশ্চিম পাড়া গ্রামের মৃত মন্তেজারের পুত্র মনির হোসেনকে একই দিন নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং অপর আসামিকে রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের জনৈক খাজা প্রামানিকের পুত্র ওরফে স্বপনকে গ্রেফতারি পরোয়ানা মূলে তার নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পৃথক পৃথকভাবে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হইয়াছে। অপরাধী যেখানেই পালিয়ে থাকুক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবোই ইনশাল্লাহ। তথ্য দিয়ে পুলিশি কাজে সহায়তা করুন। ধন্যবাদ।।