আরকি হবে লুট
শেখ মোমতাজুল করিম শিপলু
জলমহাল আর খাসের জমি
লুটেপুটে খা,
হরিলুটের রামরাজত্বে
ঘায়ের পরে ঘা।
বনজঙ্গল আর পর্বতমালা
কেটে হচ্ছে সার,
সাদা পাথর মাটি বালি
বাদ যাচ্ছে কি আর!
আসছে যেজন স্বদেশ প্রেমে
খাচ্ছে সে-তো মার,
অসুস্থ আজ মাতৃকা দেশ
ছিঁড়ে ফেলছে নার।
আরও পড়ুনঃ গাইবান্ধার বহুমুখী সংগঠক ও সাংবাদিক ফারহান শেখ
চুরি ছিনতাই মামুলি আজ
অন্ধকারে দেশ,
দস্যু ডাকাত মাসতুতো ভাই
করতেছে সব শেষ।
আতঙ্কে আজ নারী জাতি
নিদ্রাবিহীন চোখ,
নিত্যদিনই বাঙালী আজ
করছে পালন শোক।