মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার(সুনামগঞ্জ)ঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিকের সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল হক, সমাজকর্মী আবুল হোসেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক জৈন্তা বার্তা এর প্রতিনিধি মোঃ রোকন উদ্দিন, দৈনিক জনকন্ঠ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এস এম মিজান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রাহাদ হাসান মুন্না, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ আঃ মান্নান, শামসুল আলম আকঞ্জি, মোঃ বাচ্চু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তাহিরপুরের সার্বিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
আরও পড়ুনঃ রাজাপুরে অস্ত্রের মুখে মা-ছেলেকে বেঁধে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক বলেন, তাহিরপুর একটি সম্ভাবনাময় এলাকা। এখানে পর্যটনসহ শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে অনেক কাজ করার সুযোগ রয়েছে। এসব কাজে সাংবাদিকরা গঠনমূলক সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগে সাধারণ মানুষ প্রকৃত উপকৃত হবে।