গজারিয়া, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রসূলপুর খেয়াঘাট এলাকায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও আনন্দ র্যালির মাধ্যমে দিনটি উদযাপন করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইদ্রিস মিয়াজী (ভিপি মোহন)।
আরও পড়ুনঃ তিস্তার উপর মওলানা ভাসানী সেতুর উদ্বোধন: দুই জেলায় উন্নয়নের নতুন দিগন্ত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এস এম জুয়েল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রিফাত প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন উপজেলা সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।