মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার জামতলা মোড় হতে চাদনী মোড় পর্যন্ত রাস্তায় অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি হলে রাস্তার উপর আইন অমান্য করে পার্কিং করায়।
আজ ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে দুইটি ট্রাকের ড্রাইভারকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুইটি মামলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬,০০০/- অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গফরগাঁও উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) আমির সালমান রনি। মোবাইল কোর্ট পরিচালনায় গফরগাঁও থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করেন।
আরও পড়ুনঃ নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান।