বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃ
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে এ জাতীয় মৎস সপ্তাহ অনুষ্ঠানের
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।
দেশি মাছের সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে উপজেলা প্রশাসন মধুপুর ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারে শ্রেষ্ঠ মৎস চাষী হিসেবে পুরস্কার পেলেন কুড়ালিয়া এলাকার মোঃ শাহজাহান আলী। উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন তার হাতে এ পুরস্কার তুলে দেন।