আপেল মাহমুদ বিশেষ প্রতিনিধি বগুড়াঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বগুড়া গাবতলীর বাগবাড়ীতে স্থানীয় তালুকদার বাড়ীর পক্ষ থেকে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদুর রহমান তালুকদার বিপ্লব এর আয়োজনে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচী’র মধ্যে ছিল, স্থানীয় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষ রোপন ও বিতরণ, শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন, দোয়া মাহফিল, এতিম ও মাদ্রাসা’র শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার বাড়ীর বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদুর রহমান তালুকদার বিপ্লব। অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি স্বাধীনুর রহমান স্বাধীন, স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা’র মোহতামিম মাওঃ ইছাহাক আলী, ছাত্রদল স্থানীয় শহীদ জিয়া ডিগ্রি কলেজ শাখা’র সভাপতি ডিউ তালুকদার,
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
সাধারণ সম্পাদক আল মারুফ সাদিক, সরকারী শাহ সুলতান কলেজ শাখা’র সদস্য সাগর আলী, যুবদল নেতা মিল্লাত হোসেন, এরশাদ আলী, সামুয়েল তালুকদার, তারিকুল ইসলাম, ছাত্রদল নেতা মমিন, মোজাহিদ, রাহুল, জিহাদ, রাজন, আতিক, মিনহাজ, তৌহিদ, শামীম, পাভেল, সাঈদ, নাসিম, সাজু প্রমূখ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও তারেক রহমানসহ জিয়া পরিবারের কল্যাণ এবং জিয়াউর রহমানের দাদী মেছেরুন্নেছা তালুকদার এর রুহের মাগফিরাতসহ দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ ইছাহাক আলী।