মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মেয়ে নীলিমা ফুল স্কলারশিপ অর্জন।
পিএইচডি করতে যাচ্ছেন আমেরিকায়! শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী নীলিমা রানী নাথ পিএইচডি ডিগ্রী অর্জনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ পেয়েছেন। নীলিমা সেখানে “Experimental Condensed Matter Physics” এর উপর উচ্চতর গবেষণা করবেন।
আরও পড়ুনঃ শ্রীবরদীতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম ১৪৩২ বঙ্গাব্দ আবির্ভাব তিথি জন্মষ্টমী উপলক্ষে শুভযাত্রা
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পালগ্রামস্থ অরুন মোহন নাথ (অরুন মাস্টার) ও স্মৃতি রানী ভৌমিকের দ্বিতীয় মেয়ে নীলিমা ২০১৩ সালে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৫ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল থেকে পদার্থ বিজ্ঞানের উপর কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন।
মৌলভীবাজার পৌর পার্ক অনলাইন নিউজ তার এই কৃতিত্বে আনন্দিত। আমরা তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামণা করি।