এম এ রউফ কাতার:
সঠিক শিক্ষা নিয়ে সঠিক পথে শিক্ষা করা জরুরী। শিক্ষা নিয়ে ব্যবসা করলে আমাদের দেশের ভবিষ্যৎ কোথায়? শিক্ষা জাতির মেরুদণ্ড, আজ তা পরিণত হয়েছে বাণিজ্যে। স্কুল, কলেজে ভর্তি হতে লাগে লাখ লাখ টাকা, প্রাইভেট টিউশন ছাড়া পরীক্ষায় ভালো নম্বর পাওয়া প্রায় অসম্ভব।
অনেক শিক্ষক ইচ্ছে করেই ক্লাসে না পড়িয়ে প্রাইভেট টিউশনে ডাকেন,না হলে পরীক্ষায় কম নম্বর দিয়ে শাস্তি দেন। ফলে শিক্ষা এখন জ্ঞানের বদলে ব্যবসার ওপর নির্ভরশীল।
অন্যদিকে টাকা ও ক্ষমতার জোরে অনেকে অযোগ্য সন্তানদের ডাক্তার বানিয়ে ফেলছে। ভর্তি পরীক্ষায় টাকার খেলা, ভুয়া সার্টিফিকেট আর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অনেকেই মেডিকেলে ঢুকে পড়ছে। যারা টাকার জোরে ডাক্তার হচ্ছে, তাদের হাতে দেশের কোটি কোটি মানুষের জীবন।
এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।শিক্ষকরা যখন ব্যবসায়ী হয়ে যান, আর ডাক্তাররা যখন টাকার জোরে অযোগ্য হয়েও লাইসেন্স পেয়ে যান, তখন একটি জাতির ভবিষ্যৎ ধ্বংসের পথে।
আরও পড়ুনঃ সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল রাজশাহী, মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত
শিক্ষা কোনো পণ্য নয়,এটি নাগরিকের অধিকার।যদি শিক্ষা ভেঙে যায়, জাতি ভেঙে যাবে। শিক্ষা রক্ষাই হোক আমাদের দেশের একমাত্র সংগ্রাম চেতনা।