শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

গভর্নর হকুল হিজাব পরায় মন্তব্য

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত সপ্তাহে বৃহস্পতিবার ৩১ জুলাই ব্রংক্সের পার্কচেস্টার জামে মসজিদে বাংলাদেশী বংশোদ্ভুত পুলিশ অফিসার দিদারুল ইসলামের আনুষ্ঠানিক ফিউনেরাল হয়। এই সময় মসজিদের সামনে ও পার্শ্ববতীর্ হোয়াইট প্লেইন্স রোডে দশ হাজারেরও বেশি পুলিশ অফিসার সহ সাধারণ মানুষ সমবেত হয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদনসহ শেষ বিদায় জানায়।

মসজিদের অভ্যন্তরে দোয়া মাহফিলে উপস্থিত হন নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল, মেয়র এরিক এডামস, পুলিশ কমিশনার জেসিকা টিশ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এখানে গভর্নর হকুল সাদা শার্টের ওপর কালো স্যুট পরেছিলেন। তার মাথা ও গলায় জড়ানো ছিল কালো স্কার্ফ বা হিজাব।

নিউইয়র্ক টাইমস মঙ্গলবার এই খবর ছেপেছে। যার শিরোনাম ‘ফিউনেরালে হকুলের হেডস্কার্ফ ব্যবহারে জি.ও.পি সিনেটর বিরক্ত’। ঘটনাটি হলো, গভর্নর হকুলের হিজাব পরা ছবিটি কারো সোশাল মিডিয়ায় পোস্ট করে তার নিচে প্রশ্ন করা হয় ‘Why the governor was wearing a hijab?’। এই সোশাল মিডিয়া পোস্টটি শেয়ার করেন টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। তিনি তাতে কমেন্ট করেন ‘Um, wut?’ অর্থাৎ ‘হুম, হোয়াট?’

আরও পড়ুনঃ গভর্নর হকুল হিজাব পরায় মন্তব্য

নিউইয়র্ক টাইমস ব্যাখ্যা করেছে, মসজিদের ভেতরে নারীরা সাধারণত ধমীর্য় পোশাক পরে যান। তাদের পৃথক বসতে দেয়া হয়। যদিও গভর্নর ও মেয়র এরিক এডামস পাশাপাশি বসেছিলেন। অনেক পুরুষ মাথায় টুপি পরেন সেখানে। এটাই মুসলিম ধর্মাবলম্বীদের ঐতিহ্য ও রীতি।

টাইমস লিখছে, উক্ত ফিউনেরালে মসজিদের লেকটার্নে দাঁড়িয়ে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ অত্যন্ত আবেগঘন বক্তব্য রাখেন অফিসার দিদারুল ইসলাম সম্পর্কে। এ সময় তাঁর মাথায়ও কালো হেডস্কার্ফ ছিল। এ সময় মসজিদের বাইরে শতাধিক নারী অপেক্ষায় ছিলেন। এদের মধ্যে অধিকাংশই ইউনিফর্মধারী পুলিশ অফিসার। তাদের প্রত্যেকের মাথায়ই স্কার্ফ ছিল।

সিনেটর টেড ক্রুজের উক্ত কমেন্টের উত্তরে নিজের ‘এক্স’এ গভর্নর হকুল ‘Respecting a grieving family’s faith is ‘wut’ leaders and anyone with basic decency would do.’

বিষয়টি সেখানে থেমে থাকেনি। শনিবার কাউন্সিল অন আমেরিকান—ইসলামিক রিলেশন্স উক্ত মন্তব্যের জন্য সিনেটর ক্রুজকে গভর্নরের কাছে এবং দিদারুল ইসলামের ফ্যামিলির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান বলে লিখেছে টাইমস।
গভর্নর হকুলের কমেন্টের প্রত্যুত্তরে সিনেটর ক্রুজ রবিবার লেখেন ‘তোমার প্রতিদিনই হিজাব পরা উচিত, কারণ তুমি অত্যন্ত ড্যাম ডিসেন্ট।’


এই বিভাগের আরও খবর