বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় ঘুম থেকে ডেকে তুলে এক যুবককে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। নিহ/তের নাম মো. রাসেল (২৮)। তিনি ওই এলাকার মো. আবু বক্করের ছেলে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ আগস্ট) গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে কয়েকজন দুর্বৃত্ত রাসেলকে ঘুম থেকে ডেকে তার নিজ বাড়ির সামনে নিয়ে আসে। সেখানে তাকে বুকে ছু/রিকা/ঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় তারা।
আরও পড়ুনঃ কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে ফল উৎসব ও সেলাই মেশিন বিতরন
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে রাসেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।