ঝালকাঠি প্রতিনিধি:-
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫’এ ঝালকাঠির রাজাপুরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা “চিল্ড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) পেলো সফল যুব সংগঠন সম্মাননা।
১২ আগষ্ট ২০২৫ ইং মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে ঝালকাঠি জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে রাজাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা “সাইডো” পেয়েছে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা ক্রেষ্ট। এ ক্রেষ্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ও অনুষ্ঠানের বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন।
আরও পড়ুনঃ নিউইয়র্কে ‘বাংলাদেশ হিউমান রাইটস ওয়াচ ইউএসএ’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডঃ মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।
উক্ত দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলাউদ্দিন।
স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সাইডো (এনজিওর) দীর্ঘদিন যাবত অসহায় মানুষদের সাহায্য সেবা ও সমাজ উন্নয়নে নিরলস কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জেলায় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রাপ্তি হয়েছেন সংগঠনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সৈয়দ হোসাইন আহমেদ কামাল।