স্টাফ রিপোর্টারঃ
উত্তর বঙ্গের প্রাণকেন্দ্র খ্যাত বগুড়া থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক পত্রিকা “দৈনিক করতোয়া, ১২ আগস্ট (মঙ্গলবার) প্রকাশনার ৪৯ বছর পেরিয়ে ৫০ বছরে পদার্পণ করেছে।
এই জন্মদিন উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় শোভাযাত্র,আলোচনা সভা,কেক কাটা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এতে গাইবান্ধা থেকে প্রকাশিত “দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে,এম রেজাউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাঘাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় দৈনিক করতোয়া পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সাংবাদিক বরুণ কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, সাঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সংবাদিক আনিছুর রহমান টিপু, কবি-সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক আবু তাহের, যায়যায় দিন সাঘাটা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন রানা, আবু সাঈদ, জাকিরুল ইসলাম জাকির,
আরও পড়ুনঃ ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত!
এশিয়ান টেলিভিশন এর সাঘাটা প্রতিনিধি নুর হোসেন রেইন, জাকির হোসেন লিটন, বাংলাদেশ সমাচার গাইবান্ধা জেলা প্রতিনিধি আনছারুল ইসলাম রেজওয়ান, মোঃ মেহেদী হাসান প্রমুখ। প্রধান অতিথি কে এম রেজাউল হক তাঁর বক্তব্যে বলেন, দৈনিক করতোয়া উত্তরবঙ্গের স্বনামধন্য তথা জাতীয় পর্যায়ের সুনাম অর্জনকারী একটি পত্রিকা যা তৃণমূলের সকল অসঙ্গতিসহ সকল সমস্যা করতোয়ায় তুলে আনছে।
এই পত্রিকাটি গণমানুষের আস্থা অর্জন করেছে খুব ভালোভাবেই। তাই তিনি এই পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক দুর্বৃত্তদের হাতে নিহত গাজীপুরের সাংবাদিক তুহিন এর স্বরণে সকলে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।