এম এ রউফ কাতারঃ
আগের রেমিট্যান্স যোদ্ধা নেই পরিবর্তন লক্ষ্য করুন
বাংলাদেশের চালিকাশক্তি হিরো আমরা রেমিট্যান্স যোদ্ধা পরিবার
প্রবাসীদের ১৫ দফা মানলে দেশে উন্নয়নের সীমা থাকবে না।
বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলেন প্রবাসীরা।তারা ঘাম ঝরিয়ে বছরে কোটি কোটি টাকা পাঠান।অথচ দেশে ফিরে পান অবহেলা,হয়রানি এবং প্রশাসনিক জটিলতা।এই লজ্জাজনক বাস্তবতা আর চলতে পারে না।আমরা সরকারের কাছে ঘোষণা দিয়ে বলছি প্রবাসীদের জন্য এই ১৫ দফা বাস্তবায়ন করতে হবে।
(১)বিদেশের প্রতিটি দূতাবাসে ২৪ ঘণ্টা জরুরি হটলাইন ও হেল্পডেস্ক।(২)প্রবাসী বিনিয়োগে অন্তত ১০ বছর ট্যাক্স ফ্রি সুবিধা।(৩)বিদেশে পাসপোর্ট নবায়ন এবং বিভিন্ন সার্টিফিকেট দ্রুত দেওয়ার ব্যবস্থা করা।(৪)বিদেশে মৃত্যু হলে ১০০% সরকারি ব্যয়ে মরদেহ দেশে আনা।(৫)প্রত্যেক এম্বাসি দলীয়করণ মুক্ত চাই এবং মধ্যস্থতাকারী ব্যক্তি যেন না থাকে।(৬)প্রতিটি জেলায় প্রবাসী সেবা কেন্দ্র।
(৭)রেমিট্যান্সে অন্তত ৫% সরকারি ইনসেনটিভ।(৮)প্রবাসীদের সন্তানদের শিক্ষায় সহায়তা করা।(৯) প্রবাসী পরিবারের জন্য স্বাস্থ্যবীমা।(১০)পাসপোর্ট ও কাগজপত্র সম্পূর্ণ অনলাইনে।(১১)বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা দ্রুত ইমিগ্রেশন কাউন্টার।
(১২)প্রবাসীদের সম্পত্তি রক্ষায় বিশেষ পুলিশ ইউনিট।(১৩)ফেরত আসা প্রবাসীদের প্রশিক্ষণ এবং সহজে ঋণ দেওয়া।(১৪)সরকারি পেনশন স্কিমে অন্তর্ভুক্তি।(১৫) প্রবাসী পরিবারের জন্য চাকরিতে সহায়তা প্রদান।
আরও পড়ুনঃ রূপগঞ্জে জলাবদ্ধতার নগরী : লাখো মানুষ পানিবন্দি খাল দখলেই চরম দুর্ভোগ
এগুলো অনুরোধ নয়,ন্যায্য অধিকার।প্রবাসীদের ঘামে গড়া টাকা আজ দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে।এই অবদান উপেক্ষা মানে জাতির প্রতি বিশ্বাসঘাতকতা।আমরা স্পষ্ট ভাষায় বলছি প্রবাসীর মর্যাদা রক্ষা করুন,১৫ দফা দ্রুত বাস্তবায়ন করুন, না হয় প্রবাসীরা মুখ ফিরিয়ে নিলে ভেঙে পড়বে অর্থনীতির স্তম্ভ।
এম এ রউফ কাতার
ইব্রাহিম কাতার
রেজা নবী আমেরিকা
রেয়াজ ইতালি
ডক্টর সূয়েল লন্ডন
ফারুক আহমেদ চৌধুরী লন্ডন
সোহান কানাডা
দূবাই আলম ভাই সহ অন্য
ডক্টর নাজিম উদ্দীন
ওমান
কুয়েত আরব আলী সহ
অস্ট্রেলিয়া কালাম ভাই
সৌদি আরব আব্দুল হামিদ ভাই
আমরা ১৯৫ টা দেশ যুক্ত হয়েছি